Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: চাকরি জাতীয়করণের দাবিতে নওগাঁ সরকারি কলেজ বেসরকারি কর্মচারীদের নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে নওগাঁ সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের এই কর্মসূচী ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয়েছে।


পরিষদের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সদস্য দুলাল হোসেন, ফজলে এলাহী, মৌসুমী আখতার প্রমুখ।


বক্তারা বলেন, দৈনিক মজুরি ভিত্তিতে নওগাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষ তাঁদেরকে নিয়োগ দেন। কেউ কেউ ১৫-২০ বছর ধরে নামমাত্র মজুরিতে কাজ করে আসছেন। নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় পরিবার-পরিজন নিয়ে এসব কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। তাঁদের পদগুলোকে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করে সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনার দাবি জানান তারা। নওগাঁ সরকারি কলেজে বর্তমানে বিভিন্ন পদে বেসরকারিভাবে নিয়োগ পাওয়া ৭৬ জন কর্মচারী কাজ করছেন।

এবাদুল হক, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় শৈলগাছি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উন্মুক্ত বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান মো. আব্দুল গফুর সরদার।


শৈলগাছি ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট ১৩ লাখ ৬৯ হাজার ৫৮০ টাকা, উন্নয়ন বাজেট ৪৬ লাখ ৮১ হাজার ৩৬১ টাকা, বাজেটে উদ্বৃত্ত ৫ লাখ ৪ হাজার ২৪৫ টাকা, মোট বাজেট ৬০ লাখ ৫০ হাজার ৯৪১ টাকার সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সচিব কোহিনুর আক্তার, প্যানেল চেয়ারম্যান সেকেন্দার আলী, ২ নং ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম রেজা, ৩ নং ওয়ার্ড সদস্য জালাল, খন্দকার ৪ নং ওয়ার্ড সদস্য বাদল, ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক, ৬ নং ওয়ার্ড সদস্য আবু জাফর, ৭ নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান, ৮ নং ওয়ার্ড সদস্য সেকেন্দার আলী, সংরক্ষিত মহিলা সদস্য পারুল বেগম, আকলিমা ও মিনাসহ বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য গত ২০১৭-২০১৮ অর্থ বছরে ৪৮ লাখ ৮৬ হাজার ৩৫৫ টাকার বাজেট ঘোষনা করা হয়েছিলো।

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাণীনগর থানা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা (অপরাধ) অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রকিবুল আক্তার।


এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসআই (সিপিও) মো: আইনাল হক, নওগাঁ জেলা পরিষদ সদস্য মো: আব্দুল মান্নান, রাণীনগর থানার (তদন্ত) ওসি মো: আব্দুল মালেক, কাশিমপুর ইউপি চেয়ারম্যান ও কাশিমপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা মো: মোখলেছুর রহমান বাবু, কাশিমপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা মো: আলমগীর আলম রবি, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দয়ারাম সাহা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুল মান্নানসহ শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও গুন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে। এবারে বাজেট ঘোষনায় ৪ কোটি ২৯ লক্ষ ২৫ হাজার ৩৮৮ টাকা আয়, ৪ কোটি ২২ লক্ষ ৫৫ হাজার ৭৬৬ টাকা ব্যায় এবং ৬ লক্ষ ৬৯ হাজার ৬২২ টাকা স্থিতি দেখানো হয়েছে।


সদর ইউনিয়ন পরিষদ হলরুমে মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টায় বাজেট ঘোষনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে এ সময় সেখানে বাজেট ঘোষনা করেন ইউপি সচিব মহিদুল হক লিপু। এ সময় সেখানে সকল ইউপি সদস্য, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।


রাণীনগর (নওগাঁ): কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর রাণীনগরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ ও কারা মুক্তির দাবীতে উপজেলা বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিক্ষোভ সমাবেশটি রাণীনগর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে বাজারের কাপড়পট্টিতে মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফ মাহমুদ সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক একেএম জাকির হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো: মশিউর রহমান রাজু, মো: নাছির উদ্দিন টনি, মো: আজাদুল হক আজাদ, মো: আল-আমিন, শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো: জাহিদ হাসান শিমুল প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘটনা ধামাচাপা দিতে মরিয়া তৃতীয় পক্ষ


এফ এম আবু ইউসুফ রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে কলেজ পড়–য়া এক ছাত্রীর স্থির ছবি দিয়ে পর্ণোগ্রাফী তৈরি করে ছাত্রীর বাবার কাছে টাকা দাবি করেছে এলাকার স্মৃতি স্টুডিও’র কর্মচারী গোবিন্দ। দাবিকৃত টাকা না দিলে মেয়ের নগ্ন ছবি ইন্টারনেট ও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকিও দেন ওই কর্মচারী। বিষয়টি কয়েক দিনের মধ্যে এলাকায় জানাজানি হলে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে এক শ্রেণীর চালবাজরা।
জানা গেছে, উপজেলার কালীগ্রাম সিলমাদার গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে আবাদপুকুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী (১৮) তার মোবাইল ফোনে তোলা স্থির ছবি প্রিন্ট করার জন্য আবাদপুকুর বাজারে শ্রী বিপ্লবের স্মৃতি স্টুডিও’তে যায়। মোবাইল ফোন থেকে ছাত্রীর ছবি প্রিন্ট করার সময় ওই স্টুডিও’তে কর্মরত কর্মচারী একই উপজেলার রায়পুর গ্রামের সুরেন্দ্রনাথের ছেলে শ্রী গোবিন্দ মন্ডল কলেজ ছাত্রীর অজান্তে তার ফোন নাম্বার, ফোনে থাকা আরো ছবি ও ইমু নাম্বার নেয়। পরে ওই ছবি গুলো ফটোশপের মাধ্যমে পর্ণোগ্রাফী করে গত ৬ মে রবিবার সন্ধ্যায় ছাত্রীর ইমু নাম্বারে সেন্ট করে গোবিন্দ। তারপর গোবিন্দ ছাত্রীর বাবাকে ফোন করে মেয়ের ইমু খুলে দেখতে বলে। কিছু সময় পর গোবিন্দ আবার ফোন করে বলে ওই রকম আরো অনেক ছবি আছে। এমন কথা শুনে কলেজ ছাত্রীর বাবা মান-সম্মানের ভয়ে অসহায়ত্ব বোধ করলে চতুর গোবিন্দ তার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে সব গুলো ছবি ইন্টারনেট ও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি কয়েক দিনের মধ্যে এলাকায় জানাজানি হলে চতুর গোবিন্দ তার মোবাইল ফোন বন্ধ রেখে গাঁ ঢাকা দিয়েছে বলে ছাত্রীর বাবা জানান। অপর দিকে গত সোমবার বিকেলে গোবিন্দর পক্ষ থেকে ঘটনাটি গোপনে মিমাংসার মাধ্যমে ধামাচাপা দিতে ময়িয়া হয়ে উঠছে এলাকার এক শ্রেণীর চালবাজ লোকজন।
কলেজ ছাত্রীর বাবা জানান, আমার মেয়ের ছবি গোবিন্দ নগ্ন করে ২০ হাজার টাকা দাবি করেছে এবং টাকা না দিলে ইন্টারনেট ও ফেসবুকে ছেড়ে দিবে বলে হুমকি দেয়। ঘটনাটি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করায় বিষয়টি জানাজানির এক পর্যায় গোবিন্দ গাঁ-ঢাকা দিয়ে কালীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের মাধ্যমে মিমাংসার প্রস্তাব দিয়েছে। কি করবো এখনো কোন সিদ্ধান্ত নেইনি।
গোবিন্দ মন্ডলের সাক্ষাত না পাওয়ায় ও তার মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভম না হলেও স্মৃতি স্টুডিও’র স্বত্তাধিকারী উপজেলার জলকৈ গ্রামের শ্রী বিপ্লব জানান, মেয়েটির ছবি দিয়ে গোবিন্দ কি করেছে তা আমার জানা নেই। তবে লোকজনের মাধ্যমে শুনেছি সে পর্ণোগ্রাফী করেছে। গোবিন্দর সাথে বেশ কয়েক দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্ত যোগাযোগ করতে পারিনি। সে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হওয়া দরকার।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি লোক মারফৎ শুনেছি। এখন পর্যন্ত মেয়ের কোন অভিভাবক থানায় বিষয়টি জানায়নি। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget