নওগাঁর আত্রাইয়ে আশা’র মতবিনিময় সভা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার আশা’ এনজি’র ১,২,৩ শাখার উদ্যোগে অনিয়মিত সদস্যদের সাথে মতবিনিময়, স্বাস্থ্য সেবা ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার সাহেবগঞ্জ সদর ব্রাঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা আত্রাই উপজেলা শাখার সিনিয়র এরিয়া ম্যানেজার অজয় কুমার দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা কেন্দ্রীয় অফিসের জোয়েন ডিপুটি ডিরেক্টর সৈয়দ মঞ্জুর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশা নওগাঁ জেলা ব্যবস্থাপক মামুন-অর রশিদ, শাখা ব্যবস্থাপক আত্রাই-১ ওয়াসিম উদ্দিন, শাখা ব্যবস্থাপাক -২ নাহিদ হোসেন,শাখা ব্যবস্থাপক-৩ সুরাইযা আক্তার, প্রভাষক ও সাংবাদিক রুহুল আমিন, সাংবাদিক নাজমুল হক নাহিদ, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু প্রমুখ।

হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রামাণিক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন, বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মেয়েদেরকে বাল্য বিবাহ না দেওয়া, মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের দায়িত্ব, মায়ের কাছ থেকে শিক্ষনীয় বিষয়সমুহ, মায়ের প্রতি সন্তানদের করনীয়সহ নানা বিষয়ে আলোচনা করেন।
হল রুমে এক আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। সদর হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সদর হাসপাতালের আর,এমও মুনির আলী আকন্দ, ডাঃ ইসকেন্দার হোসেন, নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ হামিমা উম্মে মোরশেদা, সুপার সুফিয়া খাতুন, ব্রাদার গোলাম কবির খান, আতিকুর রহমান, ফারুক হোসন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় অন্যন্যা নার্সরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি কেক কেটে একে ওপরকে খাইয়ে দেন। পরে নার্সিং ইন্সটিটিউটের হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।