নওগাঁয় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত


নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে আজিজার রহমান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান ওই গ্রামের আমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে সোমবার রাতে ভাতিজা লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনার পরপরই অভিযুক্ত ভাতিজা পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget