নওগাঁয় বিএমএসএফ-এর সাথে বিএনপির সাবেক এমপির মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপির সাবেক তিনবারের সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী। তিনি সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাত ৯টায় নওগাঁর মুক্তির মোড়স্থ বিএমএসএফ জেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ডা. ছালেক চৌধুরী। তার সঙ্গে ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শবনম মোস্তারি কলিসহ অন্যান্য বিএনপি নেতা।

মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে সাবেক এমপি ডা. ছালেক চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা তাকে সাদরে স্বাগত জানান।

এরপর বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মো. মোফাজ্জল হোসেন সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এর জবাবে সাবেক এমপি ডা. ছালেক চৌধুরী বলেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে সাংবাদিকদের উন্নয়নে কাজ করবে। তিনি সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করা এবং দোষীদের শাস্তির আওতায় আনার ওপর জোর দেন।

সাবেক এমপি আরও বলেন, সাংবাদিকদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা এবং তাদের সুরক্ষার জন্য যুগোপযোগী আইন প্রণয়ন ও প্রয়োগ করা প্রয়োজন। তিনি মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। সাংবাদিকদের ন্যায্য দাবি আদায় এবং তাদের অধিকার সুরক্ষার জন্য সরকারের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করার কথাও তিনি উল্লেখ করেন।

সভায় বিএমএসএফ-এর বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে রয়েছে সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা, আইডি কার্ড, আবাসন, চিকিৎসা এবং সন্তানদের শিক্ষাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা।


মতবিনিময় সভায় বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি এস.এম মোস্তাক আহম্মেদ ও এ.কে.এম ফজলে মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম হেলাল ও খসরু বাসার, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, গণমাধ্যম সম্পাদক ফয়সাল আহমেদ, কার্যকারী সদস্য এম.পি মহব্বত আলীসহ অন্যান্য সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget