বহিরাগত দিয়ে চলছে নওগাঁর মান্দা ইউনিয়ন ভূমি অফিসের অফিসিয়াল কাজ

 

নওগাঁ জেলা প্রতিনিধি :নওগাঁর মান্দায় কসব বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতকে দিয়ে উপসহকারী ভূমি কর্মকর্তার পাশের চেয়ারে বসিয়ে সরকারি কম্পিউটার ব্যবহার করে অফিসিয়াল কাজ করে নিচ্ছেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুদা খাতুন। কসব বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি অফিসের ভেতরে ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা মাসুদা খাতুন তার নিজ এলাকা পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের আকবর আলি মন্ডলের ছেলে মুরাদ হোসেনকে দিয়ে সরকারি এ দপ্তরের গুরুত্বপূর্ণ কম্পিউটারে প্রতিনিয়ত কাজ করে নেন বলেও জানান একাধিক এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন এই ছেলেকে দিয়ে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুদা খাতুন বিভিন্ন খারিজ ও খাজনার কাজ করে নেন, প্রতিনিয়ত অফিসের সরকারি কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন প্রকার অফিসিয়াল কাজ করিয়ে নেন । এ বিষয়ে একটি অভিযোগ পেয়ে সরজমিনে গিয়ে দেখা যায় কথিত মুরাদ হোসেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার পাশের চেয়ারে বসে কাজ করছেন। ঘটনা দেখে এ বিষয়ে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুদা খাতুনের সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে আমি কোন কথা বলতে চাই না আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন।
এবিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার লালয়া আঞ্জুমান বানু এর সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে বহিরাগত কেউ অফিসিয়াল কম্পিউটারে বসে কাজ করতে পারেন না। এমনটা ঘটে থাকলে এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget