বাগমারায় বিট পুলিশিং উদ্বোধন

 

বাগমারায় বিট পুলিশিং উদ্বোধন


মোঃ সাইফুল ইসলাম,বাগমারা(রাজশাহী) :  বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন, প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় বিট পুলিশিং উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) মাড়িয়া, বাসুপাড়া, ঝিকরা ইউনিয়নে বিট পুলিশিং এর উদ্বোধন করা হয়। মাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান আসলাম আলী আসকান,বাসুপাড়ায় আব্দুল জব্বার মন্ডল , ঝিকরা ইউনিয়নে আ: হামিদ ফৌজদারের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করা হয়। সহকারী পুলিশ পরিদর্শক ( এস.আই) মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি থেকে বিট পুলিশিং এর শুভ উদ্বোধন করেন বাগমারা থানার পুলিশ পরিদর্শক ( ওসি) আতাউর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঝিকরা ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক,সহকারী পুলিশ পরিদর্শক (এস.আই) উসমান গনি, মুন্জু, ফরিদা, আলতাফ, উপসহকারী পরিদর্শক(এ.এস,আই) মোসলেমসহ প্রত্যেকটি ইউনিয়নের ইউপি সদস্য, সদস্যা, সচিব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাল্য বিবাহ, মাদক, জঙ্গি, নারীর প্রতি সহিংসতা রোধে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বিট পুলিশিং সেবা প্রবর্তন করেন। তিনি আরও উল্লেখ করেন আপনারা পুলিশকে সঠিক তথ্য দিন, সেবা গ্রহণ করুন। দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে বাংলাদেশ পুলিশ ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে।
    পুলিশী সেবা সহজীকরণ, নাগরিকদের সময়ের সাশ্রয়, সেবা গ্রহীতার সাথে সেবা প্রদানের দূরত্ব কমিয়ে একটি অধিকতর জনবান্ধব পুলিশের প্রত্যয়ে ইতিমধ্যেই দেশব্যাপী বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget