নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী উপজেলার দুনইল প্রশ্চিম পাড়া গ্রামের মোঃ এনায়েত উল্লা এর মেয়ে নবম শ্রেণীর ছাত্রী রেনী খাতুন এর মৃত্যু রহস্যজনক বলে দাবী করেছে এলাকাবাসী। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটলে এলাকাবাসীর মধ্যে নানা গণজুন হতে থাকলে এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন এবং মরদেহ দেখে রহস্যজনক বলে মনেকরেন। পরে ঐ নবম শ্রেণীর ছাত্রী রেনী খাতুনের মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ আধনীক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জনাযায়।
স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেয়ে সাংবাদিকদের জানান, গতকয়েক দিন ধরে নবম শ্রেণীর ছাত্রী নেী খাতুনকে তার ফুফাত ভাইয়ের সাথে বিবাহ দিয়ের কথা বলে । কিন্তু রেনী খাতুন বিবাহের জন্য রাজি না হলে তার পরিবারের পক্ষ থেকে বিবাহের জন্য বিভিন্ন ভাবে মেন্টালী টরর্চার করা হলে নাবালীকা রেনী খাতুন গলাই ফাঁস দিয়ে মৃত্যু বরন করেন । এঘটনাই প্রথমে তাঁর পরিবারের কাছে মৃত্যুর ঘটনা জানতে চাইলে পরিবারের লোকজন বলে রেনী খাতুন বিদ্যুৎ সর্টখেয়ে মৃত্যু হয়েছে। কিন্ত পুলিশ সরজমিনে মৃতদেহ দেখে বিদ্যুৎ সর্টখাওয়ার কোনো প্রকার আলামত পাওয়া যায়নি। তবে মৃত রেনী খাতুনের গলায় ফাঁসদিয়ার দাঁগ দেখতে পাওয়া গেছে বলে জানান।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ জোবায়ের চৌধুরী বলেন , আমরা গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পেয়ে ঘটনার স্থল গিয়ে দেখেছি রেনী খাতুনের মৃত্যু সাভাবিক নয় বলে মনে হয়। তবে প্রথমিক ভাবে জানা গেছে নবম শ্রেণীর ছাত্রী রেনী খাতুন গলাই ফাঁসদেওয়ার করনে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হয়। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়না তদন্তের রির্পোট এলে আইন ওতো ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।#

একটি মন্তব্য পোস্ট করুন