আজকের দেশ সংবাদ:
নওগাঁর মান্দায় “মান্দা ফুটবল একাদশ” চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। জোতবাজার শান্তি সংঘ ক্লাবের আয়োজনে ‘একাত্তর এ মান্দা থানা বীরমুক্তিযোদ্ধা স্মৃতি’ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে গত শনিবার বিকেলে বগুড়া ফুটবল একাদশ ও মান্দা ফুটবল একাদশ প্রতিদ্ব›িদ্বতা করে। খেলাটি নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হলে তা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে বগুড়া ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে মান্দা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
নুুরুল্লাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে সন্ধ্যায় জোতবাজার শান্তি সংঘ ক্লাবের সভাপতি আবদুর রাজ্জাক জিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। ফাইনালে বিজয়ী ও রানারআপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা আক্তার, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান, মান্দা থানার পরিদর্শক আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, সহসভাপতি এস এম ব্রæহানী সুলতান মাহমুদ গামা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত প্রমূখ।
একই অনুষ্ঠানে নুরুল্লাবাদ ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন