Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 610 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4804 দেশজুড়ে 42 ধর্ম 3434 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2804 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

রাজশাহীর বাগমারায় একইদিনে করোনায় দুইজনের মৃত্যু

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা, রাজশাহী : করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর বাগমারায় একই দিনে একজন এনজিও কর্মকর্তাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক নারী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়ে এবং আরেকজন নিজ বাড়িতে মারা গেছেন। এঁরা হলেন ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া গ্রামের মুকুল হোসেন (৫৬) ও শ্রীপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রহিমা বেগম (৬৪)। আজ সোমবার সকালে তারা মারা যায়।

 

স্বজনদের দেওয়া তথ্যে জানা যায়, সোমবার সকালে করোনার উপসর্গ নিয়ে শ্রীপুর গ্রামের রহিমা বেগমকে (৬৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। করোনা পরীক্ষার আগে চিকিৎসা করা যাবে না বলে জানিয়ে হাসপাতালের বারান্দায় তাকে রাখা হয়। সকাল নয়টায় ল্যাব টেকনিশিয়ান হাসপাতালে আসলে বৃদ্ধার অ্যান্টিজেন পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এরপরেই চিকিৎসকদের সামনে বৃদ্ধা ছটফটিয়ে মারা যায়। মারা যাওয়ার পর তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

 

স্বজনেরা অভিযোগ করেন, রহিমার শ্বাসকষ্ট ছিল। অক্সিজেনের প্রয়োজন থাকার পরেও হাসপাতাল থেকে এর ব্যবস্থা করা হয়নি এবং চিকিৎসায় চিকিৎসকদের চরম অবহেলা ছিল বলে অভিযোগ করেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, মৃত্যুর পরেই রহিমা বেগমের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। তবে চিকিৎসকদের অবহেলার বিষয়ে কিছু বলেননি।

 

অপরদিকে সকাল সাড়ে ১০টায় করোনা আক্রান্ত হয়ে উপজেলার সাদোপাড়া গ্রামের এক এনজিও কর্মকর্তা মুকুল হোসেন (৫৬) মারা যায়। রংপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। লকডাউন ঘোষণার পর মুকুল বাড়িতে ফিরে আসে। করোনার উপসর্গ দেখা দেওয়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেওয়া হয়।

এরপর পজিটিভ প্রতিবেদন আসার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেছেন। এনিয়ে উপজেলায় করোনায় চারজনের মৃত্যু হলো।

 

এছাড়াও উপসর্গ নিয়ে আরও ৫০ জন মারা গেছেন। আজ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে মাত্র তিনজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে ।


সাপাহারে ৩০০ পিস টাপেন্টা ট্যাবলেট সহ কুখ্যাত দুই মাদক পাচারকারী আটক
বাবুল আকতার, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে ৩০০শ পিস নেশা জাতীয় টাপেন্টা ট্যাবলেট সহ ২জন কুখ্যাত মাদক পাচারকারীকে বিজিবি আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। 

আটককৃতরা মাদক পাচারকারীগণ হলো উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের আব্দুল গণির ছেলে আব্দুস সাত্তার ওরফে বাবু (৩০) ও একই গ্রামের মৃতঃ ইসরাইলের ছেলে মাসুদ রানা (৩৫)। 

এলাকাবাসী সুত্রে জানাগেছে রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আদাতলা সীমান্ত এলাকার জালশুকা গ্রামে সন্দেহ জনক ভাবে ওই দুই মাদক পাচারকারী ঘোরাফেরা করতে থাকে। এ সময় পাতাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীগণ তাদের কে আট করে বিজিবির টহলদলকে অবগত করে। সংবাদ পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌছে আটকৃতদের জিজ্ঞাসা বাদ সহ তাদের দেহ তল্লাশি করে তাদের নিকট থেকে ৩০০ পিস নেশা জাতীয় টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি তাদের কে আদাতলা ক্যাম্পে নিয়ে আসে ও রাতেই মাদক সহ আটককৃতদের সাপাহার থানায় সোপর্দ করে। 

পর দিন সোমবার আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৪২(১)/৪১ ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।



নওগাঁয় জরিমানার পরও নানা অজুহাতে বের হচ্ছে জনসাধারণ
সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁয় কঠোর লকডাউনের গত ৪ দিন জেলায় প্রতিদিন ১ লাখ টাকা উপর ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। তারপরও নানান অজুহাতে বের হচ্ছেন জনসাধারণ।
 
আজ সোমবার (০৫ জুলাই)পঞ্চম দিনেও নওগাঁর জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মাঠে থাকলেও রাস্তায় বেড়েছে মানুষের আনাগোনা। জরুরী পরিসেবার পাশাপাশি বেশ কিছু রিকশা ভ্যান ও টমটম চলতে দেখা গেছে। তারপর বিভিন্ন অজুহাতে সকাল থেকে অযথা রাস্তাঘাটে মানুষকে চলাচল করতে দেখা গেছে।
 
আবার অনেকেই প্রয়োজনে পায়ে হেঁটে ও বাইসাইকেল চালিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। তবে গণপরিবহন, দোকানপাট, শপিংমল ও বিপনী বিতান বন্ধ রয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ৩৪টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত লকডাউন বাস্তবায়নে কাজ করছে।


রক্তি নদীর সেতুর নিচ দিয়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীর উপড় নির্মিত সেতুর অবকাঠামো সংরক্ষনের সার্থে সেতুটির নিচ দিয়ে বাল্কহেড সহ সকল ধরনের বড় নৌযান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। 

রোববার (৪ জুলাই) বিকেলে বাল্কহেড সহ বড় ধরনের নৌযান চলাচল বন্ধ করার জন্য আহবান সহ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞা জারিকালে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রায়হান কবির,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল লতিফ (তরফদার) সহ আনসার,বিজিবি ও পুলিশ সদস্যগন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রায়হান কবির বলেন,আনোয়াপুর বাজার সংলগ্ন সেতুটির সংরক্ষনের সার্থে বাল্কহেড সহ বড় ধরনের নৌযান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।তিনি আরো বলেন যাহারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

এবার উত্তরাঞ্চল থেকে গরু আসবে ট্রেনে

ডেস্ক নিউজ : এবার ঢাকায় কোরবানির পশু আনতে 'ক্যাটল সার্ভিস' নামে ট্রেন পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নামানো হবে সেইসব গরু। ঢাকায় হাট শুরু হলেই প্রতিদিন চলবে ৬টি করে ট্রেন। গরু প্রতি খরচ পড়বে ৫০০ টাকা করে।
এবারও উত্তরাঞ্চল থেকে গরু আসবে ট্রেনে, কম খরচে

সড়ক পথে যানজটসহ নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসে ঢাকায়। কম খরচ আর নিরাপদে পশু পরিবহনের কথা চিন্তা করে গত বছর থেকে ‘ক্যাটল সার্ভিস’ নামে বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।
গত বছর শুধু মাত্র পশু পরিবহরেন সুযোগ ছিল ময়মনসিংহ আর জামালপুর অঞ্চলের। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে দেশের উত্তরাঞ্চলও। গত বছর দু'টি ট্রেন চললেও এবার চলবে ছয়টি ট্রেন। ঢাকায় কোরবানির হাট শুরুর দিন থেকেই ক্যাটল সার্ভিস চলবে জানিয়ে মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে এরইমধ্যে ব্যবসায়ী ও খামারিদের সঙ্গে শুরু হয়েছে আলোচনা।
মন্ত্রী বলেন, এরইমধ্যে ব্যাপারী ও খামারিদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে। সবার সঙ্গেই আমাদের লোকজন যোগাযোগ করছেন।  
স্থান স্বল্পতার কারণে এবার কমলাপুর নয় গরু নামানো হবে তেজগাঁও রেলস্টেশনে। ঢাকায় আনতে গরু প্রতি খরচ পড়বে ৫০০ টাকা।

মন্ত্রী আরও বলেন, এসব পশু আনতে খরচ খুবই কম। চাহিদার ওপর নির্ভর করে যে কয়টা ট্রেন আমাদের দরকার হবে সেই কয়টা ট্রেন দেওয়া হবে।  
নিরাপদে পশু পরিবহনে নিয়োজিত থাকবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আর এনবি ও রেলওয়ে পুলিশ।

কোপার ফাইনালের পরিসংখ্যানে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে এগিয়ে যে দল


খেলাধুলা ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ১৯২১ সালে। সেই আসরে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক আর্জেন্টিনা। এরপর চার বছর পর আবারও এই আসরের ফাইনালে দেখা হয় দুই প্রতিদ্বন্দী ব্রাজিল-আর্জেন্টিনার।

কিন্তু সেবারও প্রতিশোধ নেওয়া হয়নি ব্রাজিলের। সেলেসাওদের হারিয়ে আসরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আকাশি-নীল জার্সিধারীরা।

তৃতীয়বারের মতো ১৯৩৭ সালে আরও একটি ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হয় ব্রাজিল। এবারও জয়ের দেখা পায়নি দলটি। সেই ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে আসরে ৫ম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় আর্জেন্টিনা। ১৯৩৭ সালের পর ১৯৪৫ ও ৪৬ সালে পরপর দু'বার এই দুই দলের দেখা হয় ফাইনালের লড়াইয়ে। আর্জেন্টিনার বিপক্ষে তিন ফাইনাল হারের পর ৪র্থ ও ৫ম ফাইনালেও জয়ের দেখা পায়নি ব্রাজিল। এখানেই শেষ নয়, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে জয় পেতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। সেসময় ফাইনালে আর্জেন্টিনা জুজু যেনো কোনোভাবেই কাটছিল না ব্রাজিলের।

পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত কোপা আমেরিকার ফাইনাল মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনার দেখা হয়েছে দশবার। যেখানে আর্জেন্টিনা জিতেছে ৮ বার ব্রাজিল জয় পেয়েছে ২ বার। পরিসংখ্যানই বলে দিচ্ছে, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের থেকে অনেক এগিয়ে আকাশী-নীল জার্সিধারীরা।

আর্জেন্টিনার বিপক্ষে কোপার ফাইনালে ব্রাজিলের প্রথম জয় ২০০৪ সালে। পেরুর মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ৪১তম আসরে সেবার আর্জেন্টিনাকে পেন্টালিতে হারিয়ে ৭ম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল জুলিও সিজার-ফ্যাবিয়ানোর ব্রাজিল। তিন বছর পর কোপার ৪২তম আসরের ফাইনালে আবারও সেই আর্জেন্টিনার মুখোমুখি হয় ব্রাজিল। ভেনেজুয়েলার মাটিতে অনুষ্ঠিত সেই ফাইনালে আর্জেন্টিনাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেলেসাওরা।

কোপা আমেরিকার ফাইনালের লড়াইয়ের পরিসংখ্যানে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও শেষ দু'বারের ফাইনালের দেখায় ব্রাজিলই জয় পেয়েছে। আর্জেন্টিনা সবশেষ কোপা আমেরিকার ফাইনালে জয় পেয়েছে ১৯৯৩ সালে। অন্যদিকে ব্রাজিল কোপার সবশেষ আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

কোপা আমেরিকায় সবচেয়ে সফল দল উরুগুয়ে। এ পর্যন্ত ১৫ বার কাপ নিয়েছে দলটি। এরপরেই রয়েছে আর্জেন্টিনা। মর্যাদাপূর্ণ এই আসরে ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ব্রাজিল রয়েছে তালিকার তিন নম্বরে। তাদের দখলে রয়েছে ৯টি আসরে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য।

আবারও কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের সম্ভাবনা

কোপা আমেরিকার ৪৭তম আসর অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলে। ইতিমেধ্যই চলতি এই আসরের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ হয়েছে। গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে সেমিফাইনালের টিকেট পেয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু ও কলম্বিয়া। ইতিমধ্যে সেমিফাইনালের দুই ম্যাচে কে কার মুখোমুখি হতে যাচ্ছে সেই লাইনআপও চূড়ান্ত।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ পেরু। ম্যাচটি হবে রিও ডি জেনেইরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

চলতি কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। ফাইনালের মঞ্চে যাওয়ার জন্য দুই দলকেই এখন জিততে হবে কেবল একটি ম্যাচ। সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা উভয়ই জয়ের মুখ দেখলে ১১তম বারের মতো কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ এই আসরে চীর প্রতিদ্বন্দী ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবল প্রেমীরা। ফাইনালে মেসি-নেইমারের দেখা হচ্ছে কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে ৭ জুলাই পর্যন্ত। কারণ সেদিনই শেষ হবে কোপা আমেরিকার চার দলের সেমিফাইনালের লড়াই। 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget