Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা সমূহে ষ্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধি নওগাঁ: নওগাঁ জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহে 'স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০২০' অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদারাসা সমূহে ভোটগ্রহন শুরু হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট প্রদান করে।

মান্দা উপজেলার জিএস বালিকা উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, স্টুডেন্ট কেবিনেট নির্বাচন উপলক্ষে জেলার সকল মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদরাসা সমূহে পরিলক্ষিত হয় উৎসবমুখর পরিবেশ। 

নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোবারুল ইসলাম জানিয়েছেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা শেখাতেই স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের সিদ্ধান্ত নেয় সরকার।

তিনি বলেন, সারা দেশের মতো নওগাঁয় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ বছর জেলায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ৪৬৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২০৭টি মাদ্রাসায় ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। প্রতিটি বিদ্যালয় ও মাদারাসায় ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 তিনি আরও বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ, দেশপ্রেম, নিজেদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ২০১৫ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ষ্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

নওগাঁ সীমান্তে নিহত দুই গরু ব্যবসায়ীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর পোরশা দুয়ারপাল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী সনজিত কুমার ও কামাল হোসনের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। গত শনিবার রাত ৮টায় উপজেলার সীমান্ত এলাকা নিলমারীবীল ২৩১(১০) এস পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে মরদেহ দু’টি হস্তান্তর করা হয়েছে। 

ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) পক্ষে  বিএসএফ-১৫৯ এর কোম্পানী কমান্ডার জসি হর্ষি আনুষ্ঠানিক ভাবে মরদেহ হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে মরদেহ গ্রহন করেন বিজিবি-১৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল আরিফুল ইসলাম। 

এ সময় বিজিবি-১৬ নিতপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী ও হাঁপানিয়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোকলেসুর রহমান, পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, তদন্ত কর্মকর্তা নিরেন চন্দ্র উপস্থিত ছিলেন।

বিজিবি-১৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল আরিফুল ইসলাম জানান, মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য, গত বুধবার রাতে বেশ কয়েকজন বাংলাদেশী গরু ব্যবসায়ী অবৈধ্যভাবে সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে গরু নিতে যান। তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় পৌঁছলে ভারতের মালদা জেলার ক্যাদারিপাড়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে যেতে পারলেও ভারতের মধ্যে গুলিবিদ্ধ রণজিত কুমার (২৫) ও কামাল হোসেন (৩২) মারা যান। ফলে তাদের মরদেহ বিএসএফ যোয়ানরা উদ্ধার করে নিয়ে যান। আর গুলিবিদ্ধ অবস্থায় মফিজুল ইসলাম (৩৮) বাংলাদেশের মধ্যে এসে মারা যান। সংবাদ পেয়ে মফিজুলে মরদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেন বিজিবি ও পোরশা থানা পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে রণজিত কুমার, বিষ্ণপুর দীঘিপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন এবং বিষ্ণপুর কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন।

নওগাঁয় স্ত্রীর পরকীয়া প্রেমিক সেনাসদস্য জেলহাজতে

আবু রায়হান রাসলে, নওগাঁ: নওগাঁয় স্ত্রীর পরকীয়া প্রেমিকের ভাড়াটিয়ার ছুরিকাঘাতে আহত স্বামী আবু হেনা মোস্তফা কামাল অরুফে হেলাল এর মামলায় হত্যার পরিকল্পনাকারী সেনাসদস্য সাহাবুল হক বিপ্লব (৩২) অবশেষে জেল হাজতে। গত ২০ জানুয়ারী (সোমবার) চিফ জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিচার কার্য পরিচালনা করেন বিচারক মো: রেজাউল করীম চৌধূরী। সেনাসদস্য সাহাবুল হক বিপ্লব জেলার বদলগাছী উপজেলার তেঘরিয়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে এবং তিনি বগুড়া জেলার সৈনিক-কুক, ট্রেড-২, ১১১ পদাতিক ব্রিগেড এ কর্মরত ছিলেন।

জানাগেছে, আবু হেনা মোস্তফা কামাল অরুফে হেলাল নওগাঁ শহরের চকএনায়েত মহল্লার নুহা প্লাজা (উত্তরা ক্লিনিকের) পাঁচতলায় স্ত্রী নাদিরা পারভীন ও সন্তানকে নিয়ে বসবাস করতেন। সেনাসদস্য সাহাবুল হক বিপ্লবের সাথে দীর্ঘদিন থেকে নাদিরা পারভীনের অনৈতিক সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে হেলালের দাম্পত্ত্য জীবনে সংসারে অশান্তি বিরাজ করছিল। বিপ্লব বিভিন্ন সময় হেলালকে এ নিয়ে হত্যার হুমকি দিয়ে আসছিল। ফলে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছিলেন হেলাল। গত বছরের ২২ মে সকাল ৮টার দিকে একটি অপারেশনের চুক্তি করার জন্য আলম হোসেন নামে এক ব্যক্তি ‘উত্তরা ক্লিনিকের’ পাঁচতলায় হেলালের বাসায় অনাধিকার প্রবেশ করে। কথা বলার এক পর্যায়ে আলম হোসেন তার কাছ থাকা ধারালো ছুরি দিয়ে হেলালকে এলোপাতাড়ি আঘাত করে। এতে হেলালের বুকের ডান ও বাম পাশে গুরত্বর জখম হয়। এসময় হেলালের স্ত্রী নাদিরা পারভীন নীরব ভূমিকা পালন করেন। আঘাতের পর আলম হোসেন তার ব্যবহৃত মোবাইল ফোন ভুলক্রমে রেখে পালিয়ে যান। ক্লিনিকের নিচে থাকা লোকজন হৈ চৈ শুনে উপরে গিয়ে আহত হেলালকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। মোবাইল ফোনের সূত্র ধরে আলম হোসেনকে ওইদিন বদলগাছী এলাকা থেকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আহত হেলালের ভগ্নীপতি এনামুল হক বাদী হয়ে নওগাঁ সদর থানায় হেলালের স্ত্রী নাদিরা পারভীন, আলম হোসেন এবং নাদিরা পারভীনের পরকীয়া প্রেমিক সেনাসদস্য সাহাবুল হক বিপ্লবকে আসামী করে মামলা করেন।

এদিকে সেনাসদস্য সাহাবুল হক বিপ্লব উচ্চ আদালত থেকে গত ২৭/০৮/১৯ ইং তারিখে দুই সপ্তাহের জামিন নেন। এরপর কয়েকদফা তিনি জামিনে ছিলেন। দীর্ঘশুনানি শেষে গত ২০ জানুয়ারী নওগাঁ চিফ জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলাটি পরিচালনা করেন বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট সুশিল কুমার মজুমদার ও অ্যাডভোকেট আনোয়ার হোসেনসহ তিনজন এবং আসামীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট জহুরুল ইসলাম।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর  পঞ্চম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

আজকের দেশ সংবাদ, নিউজ ডেস্ক :  “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর আয়োজনে পঞ্চম বার্ষিক সদস্য সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। 

গত বৃহস্পতিবারে শহরের চকবিরাম পল্লী বিদ্যুৎ সমিতির চত্বরে সমিতি বোর্ড, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি এ,কে,এম হুমায়ুন কবীর বুলবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এনামুল হক প্রামানিক, মো. মাহাবুবুল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বগুড়া জোন। মো. এনামুল হক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড রাজশাহী জোন। মো. তোহীজ্জুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নওগাঁ ১ ও ২।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহ-সভাপতি ডা: মো. সহিদুল ইসলাম,  সচিব মো. গোলাম নবী কাবুল, কোষাধ্যক্ষ্য তাপস কুমার সাহা, পরিচালক আবু ওহাব খাদেমুল ইসলাম, পরিচালক মো. আব্দুস সালেক সরদার, পরিচালক  মো. হাফিজুর রহমান, মনোনিত পরিচালক  মো. আবু মুসা আল হোসাইন, মহিলা পরিচালক মোছা. মাহফুজা পারভীন, মহিলা পরিচালক মোছা. মাছুদা ইয়াসমিন, মহিলা পরিচালক  মোসা. রোজিনা আখতার বানু প্রমূখ।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর  পঞ্চম বার্ষিক সদস্য সভায় চারটি পদের বিপরীদে নির্বাচন অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন, এ,কে,এম হুমায়ুন কবীর বুলবল, সহ-সভাপতি মো. গোলাম নবী কাবুল, সচিব তাপস কুমার সাহা, কোষাধ্যক্ষ্য মো. আব্দুস সালেক সরদার।

পরে লোটারী করে বিজয়ী সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ’র ছোঁড়া গুলিতে তিন বাংলাদেশী নিহত

নওগাঁর পোরশার হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ছোঁড়া গুলিতে তিন বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বীল এলাকায় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানাগেছে। তবে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, পোরশা উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে রনজিত কুমার(২৫), দিঘীপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে মফিজুল ইসলাম (৩৫) এবং কাঁটাপুকুরের মৃতু জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২)।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে বেশ কয়েক যুবক ভারতের অভ্যন্তরে অবৈধভাবে গরু নিতে প্রবেশ করে। তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে বৃহস্পতিবার ভোর রাতে পোরশার উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বীল এলাকায় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয় হলেও  গুলিতে তিন বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়। এতে গরু ব্যবসায়ী মফিজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের ২০০গজ অভ্যন্তরে তার লাশ পড়ে ছিল। আর গরু ব্যবসায়ী রজনিত কুমার ও কামাল হোসেন (৩২) এর লাশ ভারতের ৮০০গজ অভ্যন্তরে পড়ে ছিল।

এ বিষয়ে ১৬-বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান তিনজন গুলিবিদ্ধেও বিষয়টি শুনেছে। তবে গুলি বিদ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং অপর দু’জন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজখবর নিচ্ছেন বলে জানান। তবে তিনি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান।


নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে বাগানের সাড়ে ৬শ’ আমগাছ কর্তন
আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে আবারো এক আমচাষীর সাড়ে তিন বিঘা জমির প্রায় ৬ শতাধিক আমগাছ কেটে খাড়ির পানিতে ফেলে দিয়েছে দুর্বত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালপুর গ্রামের মাঠে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার হরতকী গ্রামের আলহাজ্ব আব্দুস সামাদের পুত্র রাশিদুজ্জামান গত মৌসুমে তার নিজস্ব জমিতে ধানের চাষাবাদ শেষে আমগাছ রোপন করে পরিচর্যা করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারী গাছের পরিচর্যার জন্য বাগানে গেলে তার রোপন করা সাড়ে ৬শ’ উন্নত জাতের আমরূপালী গাছের গোড়া কাটা অবস্থায় মাটিতে ও খাড়ির পানিতে পড়ে থাকতে দেখে।
এ বিষয়ে বাগান মালিক রাশিদুজ্জামান জানান, কে বা কাহারা পূর্ব শত্রুতার জের ধরে এহেন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষয়-ক্ষতি করেছে। এ ঘটনায় রাশিদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সাপাহার থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
অপর দিকে গত ২০ জানুয়ারী দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বাহাপুর গ্রামে পীরোত্তরের ৬ বিঘা সম্পত্তিতে রোপনকৃত আমবাগানের প্রায় ১ হাজার আমগাছ ও একই দিনে উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা লক্ষ্মীতলা গ্রামের জনৈক সাইফুল ইসলামের বাগানের ৮০ টি আমগাছ কেটে ফেলে দুর্বত্তের দল। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে পৃথক পৃথক ভাবে থানায় অভিযোগ ও মামলা দায়ের হয়েছে। চলমান এ ধরণের আমবাগান থেকে আমগাছ কর্তনের ঘটনায় এলাকার আমচাষীদের মনে আতঙ্ক বিরাজ করছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget