Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ “স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার“ এই প্রতিপাদ্য নিয়ে, স্বাস্থ্য সেবার উদ্ধোধন, বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী, সারা দেশের স্বাস্থ্য সেক্টরের সার্বিক উন্নয়ন ও জেলার স্বাস্থ্য সেক্টরের উন্নয়নের উপর প্রামান্য চিত্র, অটিজম বিষয়ে, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা ও সুষম খাদ্য নিয়ে আলোচনা সভা, হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, আলোক সজ্জা ও সমাপনী আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিবসের উদ্ধোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এই দিবসের উদ্ধোধন করেন। গত বুধবার সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি বন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। বর্ন্যাঢ্য র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, হাসপাতালের তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী, সিভিল সার্জন ডা: মুমিনুল হক, জেলা স্বাচিপএর সভাপতি ডা: আশেক হাসান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ড. কুস্তরী আমিনা কুইন, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিনসহ হাসপাতালের ডাক্তার, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, নার্সিং ইন্সটিটিউটের ছাত্রীরা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতাল চত্বরে হাসপাতালের তত্বাবধায়ক ডা: রওশান আরা খানমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা পরিবার পরিকল্পনা বিভগ এর আয়োজন করে। ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত হাসপাতালের বহি:বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান করেন এবং সারা দেশের স্বাস্থ্য সেক্টরের সার্বিক উন্নয়ন ও জেলার স্বাস্থ্য সেক্টরের উন্নয়নের উপর প্রামান্য চিত্র প্রর্দশন করা হয়, ১৭ এপ্রিল পুষ্টি স্বাস্থ্য সচেতনতা ও সুষম খাদ্য নিয়ে আলোচনা সভা, ১৮ এপ্রিল সেবাদাতা ও সেবা গ্রহিতাদের মধ্যে মতবিনিময় সভা ও নৈতিকতা বিষয়ে আলোচনা সভা এবং অটিজম বিষয়ে আলোচনা ও সেবাদান, ২০ এপ্রিল সকালে হাসপাতাল চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী, উদ্ভাবনী ও বেষ্ট প্রাকটিস শেয়ারিং নিয়ে আলোচনা সভা এবং বিকেলে হাসপাতাল চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাসপাতালের তত্বাবধায়ক ডা: রওশন আরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী, সিভিল সার্জন ডা: মুমিনুল হক, ডা: ইসকেন্দার আলী, ডা: জাহিদ নজরুল চৌধূরী ও ডা: কামরুল আহসান টিপু প্রমুখ স্বাস্থ্য সেবা সপ্তাহের উপর বিস্তারিত আলোচনা করেন। সভায় ডাক্তার নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন।

  নুসরাত হত্যার বিচারের দাবীতে নওগাঁয় মানববন্ধন

আতাউর শাহ্, নওগাঁ : ফেনীর সোনাগাজির মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সভাপতি অ্যাড. শহিদ হাসান সিদ্দীকী স্বপন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ন-সাধারন সম্পাদক রিফাত হোসাইন সবুজ, জহির রায়হান চলচিত্র সংসদের সভাপতি হবিবর রহমান।

এসময় বক্তারা, নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের সাথে জড়িত অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়াও সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকান্ডের সাথে জড়িত সকল খুনিদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান তারা।

নওগাঁয় মাদক বিরোধী সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার চাকলা বহুমুখী উচ্চ বিদালয় মাঠে বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমীর সাংস্কৃতিক কর্মসূচীর আয়োজনে মাদক বিরোধী সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নওগাঁ ডিবির ওসি কেএম সামছুদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম, চাকলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, মৌসুমীর পরিচালক ইরফান আলী, প্রকল্প পরিচালক উজ্জীবিত আব্দুর রউফ পাভেল, নওগাঁ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম আহবায়ক রোকনুদৌল্লা রোকন প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত সাইকেল র‌্যালীতে দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করে।

আত্রাইয়ে এক সপ্তাহের ব্যবধানে দিনে-দুপুরে তিন বড়িতে চুরি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এক’সপ্তাহের ব্যবধানে ভবানীপুরে দিনে-দুপুরে উপ-সহকারি কৃষি কর্মকর্তার বাড়িতে চুরি, জামগ্রামে দিনে-দুপুরে আলহাজ্ব নিজাম সোনারের বাড়ি থেকে ৫টি গরু চুরি, খনজর মোয়াজ্জেম হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি সংঘটিত হয়েছে।
 
এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। চুরির ঘটনায় পুলিশের যথাযথ ভুমিকা না থাকলেও জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এমনটি হতে থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটবে বলে মনেকরছেন উপজেলার সচেতন মহল।
 
জানা যায়, গত ১৮ এপ্রিল দুপুর ২টার দিকে উপজেলার ভবানীপুরে উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহমানের বাসভবনে প্রকাশ্য দিবালোকে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বাড়ীর ভিতরে ঢুকে কাঠের বাক্সের তালা ভেঙ্গে স্বর্নালংকারসহ নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।
 
গত ১৯ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার জামগ্রাম গ্রামের নিজাম সোনারের বাড়ির উঠান থেকে ৫টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। ঐদিনই শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার খনজর গ্রামের মোয়াজ্জেম হোসেনের বাড়ি থেকে ২টি গরু চোরেরা চুরি করে পালিয়ে যায়।
 
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আলহাজ্ব নিজাম সোনার জানান, গত শুক্রবার বেলা ১২টার দিকে ৫টি গরু বাড়ির পাশে বেঁধে রেখে আমি নামাজ আদায়ের জন্য মসজিদে যায়। মসজিদ থেকে বাড়িতে ফিরে আর গরু দেখতে পায়না। অনেক খোঁজাখুজি করেও না পাওয়া গেলে আমি থানাতে বিষয়টি ওসিকে অবগত করি। তিনি আরো বলেন, আগে রাতে আমাদের এলাকায় পুলিশের টহল ছিলো কিন্ত এখন তেমন একটা চোখে পরে না।
 
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনজার্জ (ওসি) মো. মোবারক হোসেনের সাথে কথা হলে তিনি জানান, আত্রাই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চুরির বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অপরাধীদের গ্রেফতার করেত পুলিশের কয়েকটি টিম মাঠ পর্যায়ে কাজ করছে। চুরি যাওয়া স্বর্ণালংকার, টাকা, গরু উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় চটপটি বিক্রেতা নিহত
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় রমিজ উদ্দিন (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছে। সে পেশায় একজন চটপটি বিক্রেতা। শুক্রবার রাত দেড়টার দিকে নাভারণ সাতক্ষীরা মহাসড়কের উলাশি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের নবগ্রামের লোকমান হোসেন মোড়লের ছেলে। এ ঘটনার রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, রাত দেড়টার দিকে পাশের একটি মাহফিলে চটপটি বিক্রি করে ফিরছিলেন। উলাশীর কোল্ড স্টোরের পাশে চটপটির গাড়ি রেখে কারো সাথে কথা বলছিলেন। এসময় নাভারণ গামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে ছিটকে সড়কের মাঝ বরাবর পড়ে যায়। সেসময় সাতক্ষীরা গামী একটি দ্রুত গতীর পরিবহন তাকে পিষে দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি শনিবার সকালে ছড়িয়ে পড়লে নিহতের পরিবারের সদস্যরা আইনি ও নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোক মারফত খবর পাই উপজেলার উলাশি কোল্ড স্টোর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

 নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানিকারী ও হত্যকারীদের ফাঁসির দাবীতে নওগাঁয় বিভিন্ন মানবাধিকার সংগঠনের মানববন্ধন

প্রতিনিধি নওগাঁ: ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানিকারী ও হত্যকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে নওগাঁয় বিভিন্ন মানবাধিকার সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৯ টা হতে সাড়ে ১১টা পযর্ন্ত শহরের শরিষা হাটির মোড় এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জেলা মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখা, মানবাধিকার নাট্য কমিশন, মানবাধিকার সংরক্ষন পরিষদ, মানবাধিকার নারী সমাজ ও আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা আপোস নওগাঁ শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। এসময় জেলা এ্যাডভোকেট বার ও বাংলাদেশ জেলা মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাড সালা উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব, বিয়াম স্কুল ও কলেজের অধ্যক্ষ শরিফুুর রহমান, সুজন নওগাঁ  জেলা কমিটির সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলাল প্রমুখ।
 
বক্তারা রাফি’র হত্যকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসিসহ বিচারবিভাগকে ঢেলে সাজানোর দাবী জানান। সেই সাথে রাফিকে দিয়েই শেষ হোক নারী নির্যাতন ও ধর্ষন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget