Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ছনিয়া ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্মকর্তা মো: তিতুমীর হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, জেলা পরিষদ সদস্য মো: আব্দুল মান্নান প্রমুখ। তিন ব্যাপী এই মেলায় ১৫টি ষ্টল অংশগ্রহণ করছে। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলদ বৃক্ষ রোপন করেন।

নওগাঁ (আত্রাই) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় আত্রাই প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সাধারণ সভায় ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সাংবাদিক ছাবেদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো: মোফাজ্জল হোসেন। এতে দৈনিক নয়াদিগন্ত আত্রাই উপজেলা প্রতিনিধি প্রভাষক মো: রুহুল আমিনকে আহ্বায়ক এবং দৈনিক খোলা কাগজ আত্রাই প্রতিনিধি নাজমুল হক নাহিদকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক আমাদের সময় আত্রাই প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি রুহুল আমিন, দৈনিক প্রথম সংবাদ প্রত্রিকার আত্রাই প্রতিনিধি আল আমিন মিলন, দৈনিক প্রতিদিনের সংবাদ আত্রাই প্রতিনিধি তপন কুমার সরকার, দৈনিক বাংলাদেশ বার্তা আত্রাই প্রতিনিধি এমরান মাহ্মুদ প্রত্যয়, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হোসাইন সেন্টু, সমকাল নিউজ টুয়েন্টিফোর ডটকম আত্রাই প্রতিনিধি ছাবেদ আলী, দৈনিক নব চেতনা প্রতিনিধি ফিরোজ হোসেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শনিবার শ্রী শ্রী বুড়া কালিমাতা মন্দির প্রঙ্গনে সকাল ১১টায় থেকে শুরু হয়েছে। আগামী ২২জুলাই রবিবার পূর্নযাত্রা উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। ৮ দিন ব্যাপি এ উৎসব উল্টো রথ টানার মধ্যে দিয়ে আগামী শনিবার বিকেলে শেষ হবে। অনুষ্ঠানে রথযাত্রা কমিটির আহবায়ক শিশির দাস এর সভাপতিত্বে রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরন সাহ চন্দন, সাধারণ সম্পাদক অখিল ঘোষ, অত্র এলাকার কমিশনার মোজাম্মেল হক মজনু সহ অত্র এলাকার হাজার হাজার ভক্তবৃন্দ। এসময় ভক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা অসা¤প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে সবাই সোচ্চার। এই বাংলাদেশে কেউ যাতে সা¤প্রদায়িক বিষবাষ্প ছড়াতে না পারে এবং জঙ্গিবাদ যেনো আমাদের দেশে মাথাচাড়া দিতে না পারে সে জন্য আরতি কীর্তন করা হয়।

ওগাঁ  প্রতিনিধি: নওগাঁয় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৮ উপলক্ষে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জেলা পর্যায়ে বিষয়ভিত্তিক বর্ক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিদ্যুৎ বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে শনিবার বেলা ১১টা থেকে দিনব্যপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার ১১টি উপজেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী মোট ২২ জন প্রতিযোগি “ নবায়নযোগ্য জ্বালানী, জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষণ” বিষয়ক এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী গোলাম রাব্বী ও কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মো: মেহেরনুল ইসলাম বিচারক হিসেবে দায়িত্ব পালণ করেন। প্রতিযোগিতায় মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারী কলেজের শিক্ষার্থী তাসনুভা রুবাইয়া সিনথিয়া প্রথম, নওগাঁ সরকারী কলেজের শিক্ষার্থী জঈফা আখতার জুহি দ্বিতীয় এবং সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শর্মি আকতার তিথি তৃতীয় স্থান লাভ করেছে।
পরে পুরস্তার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মাহবুবুর রহমান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাড়ের নির্বাহী প্রকৌশলী মো; রুহুল করিম।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ জেলা প্রশাসকের ব্যক্তিগত উদ্যোগে গৃহিত “ ওয়াক ফর হেল্থ এন্ড ক্লিন” অথবা সুস্বাস্থ্য ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য হাঁটা কর্মসূচী জনগনের মধ্যে ব্যপকভাবে সাড়া জাগিয়েছে। প্রতি শুক্রবার জেলা প্রশাসকের নেতৃত্বে শত শত মানুষ এ কর্মসূচীতে অংশ নিয়ে হাঁটছেন এবং শহর পরিস্কার পচ্ছিন্নতার কাজে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে এই উদ্যোগ জনমনে দারুনভাবে আলোড়িত, গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে।
নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান মনে করেন একটি মানুষকে সুস্থ্য খাকতে হলে হাঁটার কোন বিকল্প নাই। তাই সকল মানুষকে হাঁটাতে উদ্বুদ্ধ করতে তিনি “ ওয়াক ফর হেলথ এন্ড ক্লিন” কর্মসূচীর ডাক দিয়েছেন।
এই কর্মসূচীর অংশ হিসেবে প্রতি শুক্রবার পৌরসভার একটি নির্দিষ্ট ওয়ার্ড বেছে নিয়ে ঐ ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে হাঁটা শুরু করা হয়। শহরের বিভিন্ন এলাক্ াথেকে সেখানে জড়ো হয়ে সকাল সাড়ে ৬টায় হাঁটা শুরু করা হয়। জেলা প্রশাসকসহ নওগাঁ কালেক্টরেট-এর সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, পৌর মেয়রসহ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন অফিস প্রধান, শিক্ষক, সাংবাদিক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দ, স্কাউট, গার্লস গাইড, প্রাতভ্রমনকারী সংগঠন ভোরের সাথীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এই হাঁটা কর্মসূচীতে অংশ গ্রহণ করছেন।
সাখে খাকছে ঝাঁটা, কোদাল, বালুচাসহ পৌসভার পরিচ্ছন্ন কর্মীরা। যেদিক দিয়ে যাওয়া হচ্ছে সেই রাস্তা ও লোকালয়ের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। জেলা প্রশাসকসহ সবাই হাতে গেøাবস পড়ে রাস্তার দু’ধারে পড়ে থাকা ময়লা আবর্জনা উঠিয়ে পৌরসভার ময়লা আবর্জনা বহনকারী গাড়িতে নেয়া হচ্ছে। এভাবে সেদিন একটি পুরো ওয়ার্ড পরিভ্রমন করে সেই ওয়ার্ডের ময়লা আবর্জনা পরিস্কার করা হচ্ছে।
আজ শুক্রবার এই কর্মসূচীর অংশ হিসেবে পৌরসভার ২ নং ওয়ার্ড পরিভ্রমন করা হয়। সকাল ৬টার মধ্যে শহরের বিভিন্ন অঞ্চল থেকে দয়ালের মোড় এলাকায় এসে সবাই সমবেত হন। সেখান থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত যাওয়া হয়। হাঁটা হয় এবং পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এই পুরো সময় ধরে মাইকে ড্রেনে কিংবা রাস্তায় যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য পরামর্শ দেয়া হয়। যে কোন এক জায়গায় প্রতিদিনের ময়লা আবর্জনা জড়ো করতে বলা হয়। পৌসভার উদ্যোগে সেখান থেকে উক্ত ময়লা আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলা হবে বলে সচেতন করা হয়।
এর আগের শুক্রবার ৬ জুলাই নওগাঁ শহরের মুক্তিরমোড় থেকে এই পথচলা শুরু হয় এবং ১ নং ওয়ার্ড পরিভ্রমন করে বিহারী কলোনীতে গিয়ে শেষ হয়।
এই কর্মসূচীর উদ্যোক্তা জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেছেন এমনিতেই অনেকেই হাঁটেন। তাদের এবং উৎসাহিতদের অন্তত একদিন একসাথে হাঁটলে শহরের এক চমক সৃষ্টি হবে। এটি এক ধরনের ইনোভেশন কর্মসূচী। কেবল হাঁটার জন্য হাঁটা নয় এই হাঁটার মাধ্যমে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করতে এটি একটি প্রতীকি উদ্যোগ। এতে জনগণ উৎসাহিত হলে একদিকে মানুষ যেমন সুস্থ্য থাকবে অন্যদিকে নওগাঁ শহরে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪শ ৫০পিচ ইয়াবাসহ ১জন আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে ডিবি পুলশের পরিদর্শক সাজেদুর রহমানের নেতৃত্বে জেলার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ (ইটালী হিন্দু পাড়া) গ্রমের মৃতঃ রামপদ মন্ডলের ছেলে পরিমল চন্দ্র মন্ডল(৪২)কে ৪শ ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে। এগটনায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget