নওগাঁর মান্দায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় এক কৃষককে কুপিয়ে হত্যা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মাদকসেবি ও উপজেলার ঘাটকৈর গ্রামের লুৎফর রহমানের ছেলে হৃদয় (২২) এর হাঁসুয়ার কোপে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত তাইজুল ইসলাম মন্ডল ওরফে গ্যাদা (৪৮) উপজেলার মান্দা সদর ইউপি’র দোসতি গ্রামের মৃত ছবের আলী মন্ডলের ছেলে। গত বুধবার রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে ঘাটকৈর জ্ঞানাপাড়া এলাকায় নৃশংস এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় পেশায় রাজমিস্ত্রী। মাঝে মধ্যে মাদক সেবন করে এলাকায় বিভিন্ন ভাবে উচ্ছৃঙ্খল করত। হৃদয় মাদক সেবন করায় গ্রামের বড় ভাই হিসেবে তাইজুল ইসলাম গত মঙ্গলবার দুপুর ২টার দিকে একটু শাসন করে। এরই জের ধরে হৃদয়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এদিকে ঘটনার পর থেকে হত্যাকারী হৃদয় পলাতক রয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঘাটকৈর মোল্লাপাড়া গ্রামের একটি চায়ের স্টলে তাইজুল ইসলাম চা পান করছিলেন। এ সময় হৃদয় সেখানে গিয়ে কথা আছে বলে তাইজুল ইসলাম গ্যাদাকে দোকানের বাহিরে ডেকে নিয়ে আসে। পরে কিছু বুঝে ওঠার আগেই হৃদয় হঠাৎ করে লুকিয়ে রাখা ধারালো হাঁসুয়া দিয়ে গ্যাদার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাইজুল ইসলাম গ্যাদার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘাতক হৃদয় পালিয়ে যায়। পরে মুর্মূষু অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাহাবুব আলম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একজনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে হত্যাকারী হৃদয় পলাতক রয়েছে। তাকে আটকের জোর প্রচেষ্টা চলছে।

কর্মসূচী চলাকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই সংগঠনের সভাপতি সাফি আরমান শুভ। মানববন্ধন চলকালে বক্তব্য রাখেন আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী কমল,অধ্যক্ষ সাইদুর রহমান,প্রধান শিক্ষক রবিউল ইসলাম,প্রধান শিক্ষক একে আজাদ,প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল,প্রধান শিক্ষক আলহাজ্ব আবু সালেহ,আবু রায়হান,মোসাদ্দেকুর রহমান জিতু প্রমুখ। মানববন্ধনে নিহত বাবুর নিজ গ্রাম ও আড়ানগর ইউনিয়নের বিপুল সংখ্যক নারী,পুরুষ ও শিশু অংশ গ্রহণ করে। উল্লেখ্য,গত ৯ জুলাই সোমবার বিকেলে আড়ানগর গ্রামের আলহাজ্ব ফয়েজ উদ্দিন মাস্টারের ছেলে ওই ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মশিউর রহমান বাবু (৪৮) কে একটি মহলের নির্দেশে এলাকার চিহিৃত মাদকসেবী ও সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে। পরদিন বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যায়। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন,নিহত বাবুর স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে থানার একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩জন কে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যারাই এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকবে তাদের আটক করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।