Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

হুমকির মুখে জনস্বাস্থ্য


ইউসুফ আলী সুমন, মহাদেবপুর, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে নামে বেনামে গড়ে উঠেছে প্রায় ৮টি বেকারি। এদের মধ্যে অধিকাংশ বেকারির বিরুদ্ধে নীতিমালা না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও নিম্নমানের কাঁচামাল দিয়ে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগ রয়েছে। ২০০৯ সালের ভোক্তা অধিকার আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেকারি মালিকরা অবাধে ব্যবসা করছে। একাধিকবার ভ্রাম্যমান আদালত জরিমানা করলেও কোন ক্রমেই বন্ধ করা যাচ্ছে না অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন। মান নিয়ন্ত্রণহীন ও নোংরা পরিবেশেহুমকির মুখে জনস্বাস্থ্য উৎপাদিত বেকারির খাদ্য জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। পাড়া, মহল্লা, স্কুল, কলেজের সামনে, বাজারের বিভিন্ন চায়ের দোকানে বিক্রি হয় এসব বেকারি খাদ্য পণ্য। অনেক জায়গায় পচা ও বাসী খাদ্য বিক্রি হয়। ফলে বেকারি খাদ্য খেয়ে সব বয়সী মানুষ বিশেষ করে কোমলমতি শিশুরা পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। খাদ্য নীতিমালা অনুযায়ী বিএসটিআই ও জেলা স্বাস্থ্য বিভাগের অনুমোদন নিয়ে বেকারি চালু করার কথা থাকলেও বাস্তবে তা মানছেন না কেউ। এছাড়া প্যাকেটের গায়ে বাধ্যতামূলক পণ্যের উপাদান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখার কথা থাকলেও তা মানা হচ্ছে না। পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে পণ্য উৎপাদনের কথা থাকলেও কোনো মালিকই এসবের তোয়াক্কা করছেন না। বিএসটিআই এর দ্বারস্থ না হওয়ায় এসব বেকারির উৎপন্ন খাদ্যের মান নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। টেকনিশিয়ান না থাকায় নিজেদের কলাকৌশলে আটা, ময়দা, চিনি, ডালডা, সোডা, রং ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ক্যামিকেল ব্যবহার করা হচ্ছে। সরেজমিনে উপজেলার চান্দাস ইউনিয়নের বাগডোব বাজারের জহুরার মোড় এলাকার রুপালি বেকারিতে গিয়ে দেখা যায়, এ কারখানার বিএসটিআই এর কোন অনুমোদন নেই। খাদ্যের গুণগতমান নষ্ট করে স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে অদক্ষ কারিগর দ্বারা ভেজাল ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরী করা হচ্ছে এসব বেকারি সামগ্রী। দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশ পাশে। কেক, পাউরুটি, বিস্কুট, টোস্টসহ নানা রকমের খাবার ট্রে গুলোতে যখন সাজিয়ে রাখা হয় তখন দেখা গেছে ঝাঁকে ঝাঁকে মাছি ভন ভন করছে। আবার কিছু খাবারের উপর জেঁকে বসছে। আটা ময়দা প্রক্রিয়াজাত করার কড়াইগুলো অপরিস্কার ও নোংরা। শ্রমিকরা খালি গায়ে ও হাতে এসব পণ্যের কাচামাল বানাচ্ছে এবং খালি পায়ে এসব পণ্যের পাশ দিয়ে হাঁটাহাটি করছে। সেই সাথে খালি গায়ে থাকার ফলে শ্রমিকদের শরীরের ঘাম এসে পড়ছে আটার উপর। কারখানার ভিতরের একটি হাউজে নোংরা পানিতে করা হচ্ছে মাছ চাষ। উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই বাহারি রকমের আকর্ষণীয় মোড়কে বাজার জাতের জন্য প্যাকেট করা হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বসত বাড়ির ভেতরে হওয়ায় বছরের পর বছর অনুমোদনহীন কারখানা চালানোর পরেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেমন কোন ব্যবস্থা নেয়নি। উক্ত বেকারিতে স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে গত ৯ মে বুধবার বিকেলে বেকারি মালিক ছামাদ ও তার সহযোগিরা সংবাদ সংগ্রহে বাধাদেন এবং সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভেজাল কেমিক্যাল ও নিম্নমানের উপকরন দিয়ে তৈরি করা এসব খাবার খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। পেটব্যাথা, শরীর দূর্বলসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। মানবদেহের জন্য ক্ষতিকর এসব ভেজাল খাদ্য উৎপাদন বন্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবারক হোসেন জানান, যেসব প্রতিষ্ঠান নিয়ম নীতি না মেনে খাদ্য দ্রব্য উৎপাদন করছে অতি দ্রæত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তপন কুমার (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। তপন উপজেলার নজিপুর ইউনিয়নের খইমপুর গ্রামের সুকুমার চন্দ্র মণ্ডলের ছেলে।


পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, তপন কুমার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ২৮ এপ্রিল পরিবারের লোকজন তপনকে নজিপুর পৌরসভা (ব্রিজ মোড়) এলাকার মাতৃছায়া মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান।


বুধবার সন্ধ্যায় তপন তার রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেন। পরে রুমের জানালা দিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নওগাঁ: পত্নীতলা উপজেলায় বজ্রপাতে ফিরোজ হোসেন (৩৩) নামে একজনের মুত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটে। নিহত ফিরোজ উপজেলার আমইর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।


পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাড়ির পাশে মাঠে কয়েকজন মিলে ধান কাটার কাছ করছিলো। এসময় বজ্রপাত হলে ফিরোজ হোসেন ঘটনাস্থলেই মারা যান।

রানীনগর, নওগাঁ : নওগাঁর রানীনগরে একটি বাড়ি থেকে প্রায় ২৫০টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এরপর থেকে ওই বাড়িসহ আশে-পাশের বাড়ির মানুষদের মধ্যে সাপের আতঙ্ক বিরাজ করছে। বুধবার দুপুরে উপজেলার পূর্ব বালুভরা গ্রামে উজ্জল হোসেন নামের এক কাঠমিস্ত্রির বাড়ি থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠমিস্ত্রি উজ্জল হোসেনের স্ত্রী দুপুরে বাড়ির কাজ শেষ করে শোবার ঘরে গিয়ে ধানের উপর সাপের বাচ্চা দেখতে পান। এসময় ডাক চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে সাপের বাচ্চাটি ঘরের কোনে টিভি রাখা ট্রলির নিচে গর্তে চলে যায়। পরে লোকজন গর্ত খুঁড়ে ২৫০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে। সেখানে বেশ কিছু ডিমও পাওয়া যায়। পরে সাপের বাচ্চাগুলোকে মেরে আগুনে পুড়ে ফেলা হয়।

আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁ জেলা হ্যান্ডবল লীগের চূড়ান্ত খেলা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় অলিম্পিক ক্রীড়া সংসদ ৬-৫ গোলে নবতরুণ সংসদ হাজিপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এদিন বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে এই চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে টুর্নামেন্ট কমিটির আহŸায়ক ইকবাল শাহরিয়ারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির আহŸায়ক সাজ্জাদ হোসেন প্রমুখ।
গত ২৮ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার ১৬টি হ্যান্ডবল দল অংশ নেয়। ৪টি গ্রæপে বিভক্ত হয়ে লীগ ভিত্তিতে এই খেলা অনুষ্ঠিত হয়।

আশরাফুল নয়ন, নওগাঁ: মাদকের পরপর কয়েকটি বড় চালান আটক, চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এ চক্রের সদস্যের আটকসহ বিভিন্ন দু:সাসিক অভিযানের পুরুস্কার পেলেন নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দু:সাসিক এ অভিযানের জন্য গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজসহ তিন জনকে স¤œাননা ক্রেস্ট প্রদান করা হয়। বুধবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভায়” সভাপতি হিসেবে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার ইকবাল হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুরস্কার প্রাপ্তরা হলেন, মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার ও অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ আব্দুর রফিক (বিশেষ পুরষ্কার) এসআই শামীম হোসেন (শ্রেষ্ঠ গ্রেফতারকারী), এএসআই হারেজ আলী (শ্রেষ্ঠ গ্রেফতারকারী)।
Naogaon-District-Detective-Policeএসময় মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, পতœীতলা থানার এসআই আরিফুল ইসলামকে শ্রেষ্ঠ গ্রেফতারকারী ,সদর ট্রাফিকের সার্জেন্ট রমজান আলীকে শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার,নওগাঁ সদর মডেল থানার এএসআই আহসান হাবীবকে শ্রেষ্ঠ গ্রেফতারকারী হিসেবে স¤œাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
এছাড়া পিআরএল কনস্টেবল মতিউর রহমান, কনস্টেবল আকসাদ আলী, কনস্টেবল আব্দুস ছাত্তার সরদার ও কনস্টেবল বেলালুল রহমানদেরকে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করেন। এবং
পরিশেষে জেলা পুলিশ সদস্যদের সন্তান, যারা ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ ৫ প্রাপ্ত হয়েছে তাদের ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং পুলিশ সদস্যদের সন্তানদের পড়ালেখার মধ্য দিয়ে সফলতার এ ধারাবাহিকতা বজায় রেখে উজ্জল ভবিষ্যৎ গড়ার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার ইকবাল হোসেন।
সবশেষে পুলিশ সুপার, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
সভায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইনসার্ভিস রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার পতœীতলা সার্কেল তারেক জোবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সনিয়র সহকারি পুলিশ সুপার, ডিএসবি ফারাজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল সামিউল আলম, সিনিয়র সহকারি পুলিশ সুপার, মান্দা সার্কেল হাফিজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (প্রশাসন) মতিয়ার রহমান, ডিআইও-১, মোসলেম উদ্দিন, ডিএসবি এবং সকল থানার অফিসার ইনচার্জ ও তদন্ত, নওগাঁসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ আব্দুর রফিক, বলেন এমন একটি পুরুস্কার পেয়ে আমি অভিভ’ত। এজন্য পুলিশ সুপার স্যারের প্রতি আমি কৃতঙ্গ। চেষ্টা করব আগামীতে আরও ভাল কাজ করে আমাকে এই স¤œাননার মর্যাদা রাখতে।


পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, যারা ভাল কাজ করে তারা যেন আরও ভাল কাজকে সেজন্য এই স¤œœননা প্রদান করা হয়। ফলে যারা পুরস্কার পায়না তাদের কাজের গতি বাড়ে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget