নওগাঁ সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনীঅনুষ্ঠিত
আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি প্রতিয়োগীতার পুরষ্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হযেছে। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। রবিবার দুপুরে নওগাঁ সরকারী কলেজ চত্বরে এর আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,এইচ,এম,এ ছালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক কলেজের উপাধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সামসুল আলম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান ও ক্রীড়া প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক ড. প্রদীপ কুমার সাহা, কলেজের প্রাক্তন ছাত্র ও ঢাকা’র পল্টন থানার অফিসার্স ইনচার্জ মাহমুদুল হক নয়ন এবং চতুর্থ বর্ষের ছাত্র সাব্বির রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি মোট ৬০টি ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। পরে স্থানীয় ও জাতীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি জিন্নাত আরা রোজা, সদস্য কামরুনাহার লিপি, নওগাঁ জেলা যুব মহিলা লীগের সভাপতি নাতিসা আলম, সাধারণ সম্পাদক ফেন্সি চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দীন প্রাং, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: আসাদুজ্জামান পিন্টু, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো: ময়নুল ইসলাম ভুট্টু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন প্রমুখ।