নওগাঁয় ডেকোরেটর শ্রমিক উন্নয়ন সমবায় সমিতির বর্ণাঢ্য র্যালী
আব্দুল মান্নান, নওগাঁ: নওগাঁয় মহান মে দিবস উপলক্ষে নওগাঁ জেলা ডেকোরেটর শ্রমিক উন্নয়ন সমবায় সমিতির বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে শহরের মুক্তির মোড় হতে নওগাঁ জেলা ডেকোরেটর শ্রমিক উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালীটি বের হয়ে, শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
এসময় র্যালীতে আরো উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ডেকোরেটর শ্রমিক উন্নয়ন সমবায় সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ওসমান মোল্লা, সাবেক সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, আব্দুল হাকিম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
র্যালী শেষে তাদের নিজ কার্যালয়ে সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে তাদের নিজ কার্যালয়ে সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, মাহফুজার রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, আনম আফজাল হোসেন, খাজা ময়েন উদ্দিন, শ্রমিকলীগ সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, শ্রমিকনেতা রফিক উদ্দিন, মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
একই সময় শহরের লাইব্রেরী পট্টি থেকে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ট ভ্যান ও স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্বে দেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ। দুপূর সাড়ে ১২ টায় নওগাঁ সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মরছুল উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্বে দেন নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রæপের সভাপতি ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। এবং সংগঠনের সভাপতি হাবিবুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা
সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রæপের সভাপতি ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সুজনের সাধারণ সম্পাদক মাহুদুন নবী বেলাল, অত্র সংগঠনের সহ-সভাপতি আব্দুর রশিদ, সোহেল রানা, সেকেন্দার আলী, সুমন, মোজ্জাম্মেল হক, সাধারণ সম্পাদক ছাবিব হাসান প্রমুখ। এ ছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক ভাবে র্যালী বের করে।