নওগাঁ প্রতিনিধি: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নওগাঁর বদলগাছী উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মূল আসামি হাসানকে (২০) গ্রেফতার করেছে র্যাব-৫। একইসাথে অপহৃত ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন ডাঙ্গিসারা এলাকায় অভিযান চালিয়ে র্যাব এই সাফল্য লাভ করে।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জানায়, অপহৃত ভিকটিম আক্কেলপুর থানাধীন তিলকপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। অপহরণকারী আসামি হাসান তাকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়শই প্রেম নিবেদন ও কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ভিকটিমকে আক্কেলপুর থানাধীন তিলকপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জোরপূর্বক সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় হাসান ও তার সহযোগীরা। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ভিকটিমের মা সুমি আক্তার (৩০) জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকস দল আসামি হাসানকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধারে তৎপর হয়।
দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা কার্যক্রমের পর গত ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা ৪০ মিনিটে বদলগাছী থানাধীন ডাঙ্গিসারা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী হাসানকে গ্রেফতার করা হয় এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
অপহৃত ভিকটিমকে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন