ঝালকাঠিতে চোরাইকৃত মালামালসহ আটক - ১

 

ঝালকাঠিতে চোরাইকৃত মালামালসহ আটক ১

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠিতে চোরাইকৃত মালামাল সহ ১ চোরকে আটক করেছে পুলিশ। ২৪ জুলাই দুপুর ১২ টায় ঝালকাঠি পৌরসভাধীন উত্তর কিস্তাকাঠি  লতিফ মাঝির চায়ের দোকানের সামনে আবাসন  ব্রিজের গোড়ায় জনতার হাতে চোরাই মালামালসহ আটক করা হয়। 

পরে স্থানীয় লোকে ঝালকাঠি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে চোরাই মালামালসহ চোরকে আটক করে। এ ঘটনায় ঝালকাঠি পৌরসভার কাঠপট্রি এলাকার মৃত কার্ত্তিক চন্দ্রের পুত্র বিধান হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩ তারিখ ২৫/০৭/২০২১ খ্রী:। 

এজাহারে বাদী উল্লেখ করেন ২৩ জুলাই দিবাগত রাতে যেকোন সময় তাহার কাঠপট্রিস্থ ফার্ণিচারের দোকান চুরি হয়। চুরিকৃত মালামাল নৌকা যোগে নেয়ার সময় কোন কারনে নৌকা ডুবে যায়। তখন স্থানীয় লোকজনের কাছে নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের রুস্তম হাওলাদারের পুত্র মোঃ আলমগীর (৩৮) চোরাই মালামালসহ আটক হয়ে গণ ধোলাইর শিকার হয়। 

আটক আলমগীর জানায় এ ঘটনার সাথে তার সঙ্গে ঝালকাঠি শহরের পুরাতন কলাবাগানের হাবিব এর পুত্র রনি (২৩), সঞ্জয়(৩৫) কাঠিপাড়া এলাকার আপাং হাওলাদারের পুত্র রাজু(২০) জড়িত রয়েছে। 

উল্লেখিত আসামীদের নাম এজাহার ভুক্ত করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে হ্যান্ড ড্রিল, ব্যাটারী, তার, পেলেনার মেশিন, রাউডার, ওয়াটার লেবেল, কাঠ মিস্ত্রী দের বিভিন্ন যন্ত্রপাতিসমূহ।

ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান জানান, একটি ফার্ণিচার দোকানের চোরাই মালামালসহ মোঃ আলমগীর নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget