আশরাফুল নয়ন: নওগাঁয় ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০’ ফুটবল প্রতিযোগীতার হোম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় নওগাঁ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগীতায় খেলার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
খেলায় নওগাঁ জেলা দল বনাম বগুড়া জেলা দল অংশ নেয়। খেলায় দুই দল নির্দিষ্ট সময়ের মধ্যে কোন গোল দিতে না পারায় ট্রাইবেকারে বগুড়া ৪-৩ গোলে নওগাঁকে পরাজিত করে।
এসময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, সদর থানা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, আওয়ামীলীগ নেতা এমআর মাহিন, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধূরী শাহীন ও নাছিম আহম্মেদ, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু, সহ-সাধারন সম্পাদক আহসান হাবিব রকেট, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ প্রমূখ। কয়েকশ খেলা প্রেমীরা খেলা উপভোগ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন