বেনাপোলের আমড়া খালি এলাকা থেকে ৪১ টি সোনার বার সহ আটক-৪

বেনাপোলের আমড়া খালি এলাকা থেকে ৪১ টি সোনার বার সহ আটক-৪

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে আজ রোববার দুপুরে ৪১ টি সোনার বার সহ ৮ চোরাচালানীকে  আটক করেছে বিজিবি সদস্যরা।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলদেশ থেকে বিপুল পরিমান সোনা পাচারহয়ে ভরতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল গামী (ঢাকা. মেট্রো-ব-১৪-৮৩০০) একটি পরিবহনে অভিযান চালিয়ে ৪১ টি সোনার বার ( ৪.৭৮০ কেজি) সহ ৪ চোরাচালানীকে আটক করা হয়।

আটক সোনা পাচারকারী সদস্যরা হচ্ছেন, আনিসুর রহমান (২৪), রিয়াজ মোল্লা (২৫) সবুজ মৃধা(২১) ও তানভীর জামান (১৮)। এদের উভয়ের বাড়ি ফরিদপুর , মাদারিপুর ও খুলনা জেলায়।

আটক সোনার মূল্য ২ কোটি ১১ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতদের ব্যাপক জিঞাসা বাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোটর্ থানায় একটি মামলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget