আজ পবিত্র শবে বরাত


আজ পবিত্র শবে বরাত
আজ রোববার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।  হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ রাতটি মুসলিম উম্মাহ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে।  এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন।

মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, ও জিকিরে মগ্ন থাকবেন।  অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন।  অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করাহবে।  প্রতিটি মসজিদে মসজিদে।  ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত জেগে আল্লাহ তাআলা সান্নিধ্য লাভের আশায় ইবাদত করবেন।

ইবাদত-বন্দেগির পাশাপাশি বাড়ি বাড়ি হালুয়া, ফিরনি, রুটি সহ হরেক রকমের উপাদেয় খাবার তৈরি করা হবে।  এসব খাবার বিতরণ করা হবে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মাঝে।  অনেকে রাতভর ইবাদত করে ভোরে কবরস্থানে যাবেন।  চিরনিদ্রায় শায়িত আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ রোববার বাদ মাগরিব থেকে রাতব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।  ফজরের পর আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget