আরব আমিরাতের উম্ম আল কোয়াইনে রিহ্যাবের চিত্রাংকন প্রতিযোগীতা

আরব আমিরাতের, উম্ম আল কোয়াইনে রিহ্যাবের চিত্রাংকন প্রতিযোগীতা,

আরব আমিরাতের  উম্ম আল কোয়াইনে রিহ্যাবের চিত্রাংকন প্রতিযোগীতা
এস রহমান সোহেল, আরব আমিরাত সংবাদদাতাঃ স্বাধীনতা দিবস উপলক্ষে ২৩ মার্চ শনিবার বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র উম্ম আল কোয়াইনে আয়োজিত রিহ্যাব ক্ষুদে আঁকিয়ে সিরিজের তৃতীয়  চিত্রাংকনপ্রতিযোগীতাঅনুষ্ঠিতয়েছে
ছোট ছোট সোনামনিদের পেন্সিল ও রং তুলিতে খুঁজে ফেরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার মাসে প্রবাসের মাটিতে মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরতেই রিহ্যাবের এ আয়োজন।

এ সময় অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উম্ম আল কোয়াইন এর আহবায়ক এহছানুল হক চৌধুরী, উপদেষ্টা ইঞ্জি: আ: বাতেন ও আমিরুল ইসলাম এনাম।

আরও উপস্থিত ছিলেন আলী আকবর, সেলিম বাপারী, হাবিবুর রহমান টিপু, সাইফুল ইসলাম, কয়েস আহাম্মেদ, মারুফ আহম্মেদ ও  মো: করিম সহ  আরও অনেকে।

বহু ক্ষুদে আঁকিয়ে অংশ গ্রহন কারীর মধ্যে থেকে ” ক” গ্রুপের বিজয়ী হয়েছে, প্রথম রাইহা সুলতানা রিফা, দ্বিতীয় পৌষি রানী ও তৃতীয় অপূর্ব।

”খ” গ্রুপের বিজয়ী হয়েছে, প্রথম ফাতিমা আক্তার, দ্বিতীয় মো: জাহিদ ও তৃতীয় আব্দুল্লাহ মোহাম্মদ।

আমিরাতের সকল স্টেট থেকে প্রতি গ্রুপের তিনজন করে বিজয়ীরা যাবে ৫ এপ্রিল শারজায় এক্সপো সেন্টারে আয়োজিত গ্রান্ড ফাইনালে।

অনুষ্ঠানে আমরিাতের বিভিন্ন প্রদেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের  সার্বিক সহযোগীতায় ছিলো আইডিয়া গ্যালারী।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget