আবু রায়হান রাসেল, নওগাঁ : “সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্যে হাঁটা” শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় জেলা প্রশাসক মিজানুর রহমানের ব্যক্তি উদ্যেগে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক জনসচেতনামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের মুক্তির মোড়ে জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে একটি র্যালী বের হয়। র্যালীটি মাস্টার পাড়া-দয়ালের মোড়-কাজির মোড় হয়ে পুনরায় মুক্তির মোড় এসে শেষ হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মোঃ শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে শহরের বিভিন্ন সামাজিক সংগঠন অংশ গ্রহণ করে। গত বছরের জুলাই মাস থেকে প্রতি শুক্রবার সকালে শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচীর আয়োজন করা হয়।



একটি মন্তব্য পোস্ট করুন