ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে তিন জন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন,বিদায়ী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সিদ্দিকা,সোনালী ব্যাংক লিঃ ধামইরহাট শাখার ব্যবস্থাপক মো.ফজলে রাব্বি।


একটি মন্তব্য পোস্ট করুন