নওগাঁর সাপাহারে বোরো রোপনে ব্যস্ত কৃষকরা! লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান রোপণের সম্ভাবনা

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: কনকনে ঠান্ডা ও শীত উপক্ষো করে বোরো রোপণে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর সাপাহার উপজেলার কৃষকরা। মাঠে মাঠে চলছে জমি তৈরি আর ধান রোপণের কাজ। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান রোপণের আশা করছে কৃষি বিভাগ।

আর চাষিরা বলছেন, আবহাওয়া ঠিকঠাক থাকলে ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবেন তারা। সার ও পানিসহ কোনো কিছুর কমতি নেই বোরো ধান রোপণের। সকাল থেকে সন্ধ্যা অবধি কৃষকরা ব্যস্ত ধান রোপণে। আর আবহাওয়া যদি ভালো থাকে তাহলে বাম্পার ফলনের আশা করছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর সাপাহার উপজেলায় ৬ হাজার ১৯৬ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। আর তাই লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে শতভাগ আশাবাদী উপজেলা কৃষি অফিসের সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আতাউর রহমান সেলিম।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget