মো: অাল-অামিন ছোটন, বিইউপি: প্রকৃতিজাত নতুন নিয়ম অার অনাবিল সুখ-দুংখকে সাথে নিয়ে প্রকৃতির লীলাখেলা চলে অবিরাম। অার এই লীলাখেলা বাড়তি মাত্র পায় প্রকৃতিগত কিছু বাহ্যিকতা ও নান্দনিকতার সংস্পর্শে। বাঙালীর অাবেগ ও ভালোবাসা প্রকৃতিতে যোগ করে এক নতুন সম্পর্ক যেখানে সব বিদেহী প্রান হয় একসমান। ঋতুরাজ বসন্ত ষড়ঋতুর শেষ ঋতু।ফাল্গুন ও চৈত্র মিলে তৈরি নতুন এক বসন্তোৎসব। বসন্তের এই ঋতুতে প্রকৃতিগত কিছু পরিবর্তন সহসাই লক্ষনীয় যেমন: গাছে নতুন ফুল ফোটে,নতুন গাছের পাতা গজায় । তাই এই দিনটি উৎযাপনে ভিন্নতা পাওয়া যায় সবখানে, তেমনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ প্রাঙ্গনে ঋতুররাজ বসন্ত উৎযাপনে মিলিত হয়েছিল শিক্ষক-শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষ। পহেলা ফাল্গুন উপলক্ষে তরুন -তরুনীরা মেতেছিল হলুদ পান্জাবি অার হলুদ শাড়ীর ভীড়ে নিজের অস্তিত্বকে জানান দেওয়ার প্রচেষ্টায়। বিইউপি প্রাঙ্গনে মুল অনুষ্টান শুরু হয় সকাল ১১ টায়। এবার প্রথমবারের মতো ঘুড়ি উৎসবের অায়োজন করা হয়েছিল। 'বিইউপির কালচারাল ক্লাব' কর্তৃক অায়োজিত এ অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভাইস চান্সেলর মেজর জেনারেল মো: এমদাদ উল বারী,এনডিসি,পিএসসি,টিই।


একটি মন্তব্য পোস্ট করুন