নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১১

রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ১১জনকে আটক করা হয়েছে। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হকের নেতৃত্বে গত রবিবার সন্ধ্যার শহরের, নুনিয়াপাড়া, হরিজন কলোনী, কালীতলা শ্মশান ঘাট, ঢাকা বাসস্ট্যান্ড, কেডি স্কুল এলাকা, শিবপুর ব্রীজমোড় এবং বালুডাঙ্গা বাস টার্মিনালে অভিযান চালিয়ে মাদক বিক্রি, মাদক সেবন এবং জুয়া খেলার অপরাধে ১১জনকে আটক করেছে জেলা পুলিশ।
 
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক জানান, পুলিশের বিশেষ অভিযানে তাদের মাদকসহ আটক করা হয়। আটক করার পর তাদের নওগাঁ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে এ অভিযান অব্যহত থাকবে।
 
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই জানান, পুলিশ সুপার ইকবাল হোসেন স্যারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক স্যারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 
এ অভিযানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি কে এম শামসুদ্দিন, নওগাঁ সদর মডেল থানা ওসি (অপারেশন) ফয়সাল বিন আহম্মেদসহ জেলা পুলিশ ও ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget