নওগাঁর আত্রাইয়ে মাদকসহ সেচ্ছাসেবকলীগ নেতা আটক

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলা থেকে মাদকসহ আবু হেনা (৩২) নামের এক সেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৫ নাটোর। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আত্রাই উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আবু হেনা আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ঘোষপাড়া গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে।

রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরিয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল আত্রাই উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে সেচ্ছাসেবকলীগ নেতা আবু হেনাকে সন্দেহ মূলক আটক করে জিজ্ঞাবাসাদ করা হলে, তিনি মাদক বিক্রির উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে জানায়। এসময় তার কাছ থেকে ১ শ’ ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget