আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় জেলা ফুটবল লীগ ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে নওগাঁ ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মোঃ শাহনেওয়াজ। উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন অলিম্পিক স্পোটিং ক্লাব বনাম ক্রীড়া পল্লি। খেলায় অলিম্পিক স্পোটিং ক্লাব, ক্রীড়া পল্লিকে ৩-০ গোলে হারিয়ে জয় লাভ করে। জেলা ক্রীড় সংস্থার সহয়োগীতায় জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজন করেন। জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মামনুর রশীদ মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও জেলা ফুটবল লীগের পরিচালনা কমিটির আহবায়ক ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু, সহ-সভাপতি নাছিম আহম্মেদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন অলিম্পিক স্পোটিং ক্লাব বনাম ক্রীড়া পল্লি। খেলায় মোট ৬টি দল অংশ গ্রহন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল।


একটি মন্তব্য পোস্ট করুন