নওগাঁ প্রতিনিধিঃ সারা বিশ্ব যখন ফুটবল খেলায় মেতে উঠেছে তখন নওগাঁ শহরের দক্ষিন পার নওগাঁ মুহিউচ্ছুন্নাহ নূরাণী হাফেজী মাদ্রাসা ও এতিম খানার ছাত্ররা খেলা হতে বঞ্চিত। এতিম খানার ছাত্ররা যাতে কককরে লেখা পড়ার পাশাপাশি ফুটবল খেলায় মেতে উঠতে পারে এই জন্য বুধবার সকালে সুশাসনের জন্য নাগরিক সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল তাদের হাতে একটি রনতুন ফুটবল তুলে দিয়ে ফুটবল খেলার শুরু করে দেয়। খেলায় দু’দলকেই পুরস্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার প্যনেল মেয়র জান্নাতুন ফেরদৌস মুন্নি, সুলতানপুর কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক ভলিবল খেলোয়ার আপেল মাহমুদ চৌধুরী, সুজনের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী সহ অত্র এতিম খানার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন