শিক্ষার্থীদের শিক্ষার মানউন্নয়ন ও ঝড়েপড়া রোধে নওগাঁয় দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বাবুল আখতার রানা, নওগাঁ: সবার জন্য অন্তভর্‚ক্তিমূলক ও মানসস্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ৩য় থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং তাদের ঝড়েপড়া রোধকরন, আদর্শ ও সুনাগরিক গড়ার লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার রোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহায়তায় দুইদিন ব্যাপী কর্মকেন্দ্রীক ও আনন্দদায়ক শিক্ষা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মকেন্দ্রীক আনন্দঘন শিখন পদ্ধতি প্রনয়ন ও বাস্তবায়নের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা বেডো অভিযাত্রা প্রকল্পের আওতায় শুক্রবার সকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নওগাঁ শহরের বাইপাস সড়কের পাশে বেডো প্রশিক্ষন কেন্দ্রে বেসরকারী উন্নয়ন সংস্থা বেডোর নির্বাহী কর্মকর্তা (হিসাব ও প্রশাসন) রৌশন আবু আল ফারহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আব্দুল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে বেডোর ট্রেনিং কো-অর্ডিনেটর এটিএম মাহমুদুল হাসান, বেডোর সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী ও ফোকাল গণসাক্ষরতা অভিযানের শামীম রেজা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আল মামুন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় নওগাঁ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি, পিটিএ ও জনপ্রতিনিধিসহ ৩০জন অংশগ্রহন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget