নওগাঁর আত্রাইয়ে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মায়ের সাথে অভিমান করে নুপুর (১০) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জামগ্রাম গ্রামে। নিহত নুপুর উপজেলার জামগ্রাম গ্রামের মো: বাচ্চু মিয়ার মেয়ে এবং জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।


পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নুপুর গোসল করে বাড়ি ফিরতে দেরি করলে ও তার পরনের জামা ছিড়ে বাড়ি ফিরলে তার মা তাকে একটু বকাঝকা করে। পরে সন্ধ্যায় নুপুর তার মায়ের সাথে অভিমান করে সবার অগোচরে ঘরের তীরের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং গতকাল সোমবার থানায় একটি অপমৃত্যু মামলা রেকোর্ড করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget