নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

আজকের দেশ সংবাদ :
নওগাঁর ধামইরহাটে খাল খননের সময় মাটির ভেতর থেকে ৮৭ কেজি ওজনের কষ্টিপাথর (প্লাটফর্ম) উদ্ধার করেছে শ্রমিকরা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত টুটিকাটা গ্রাম থেকে এই পাথর উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মু: রকিবুল ইসলাম জানান, উপজেলার টুটিকাটা এলাকায় সরকারিভাবে খাল খননের কাজ চলছিল। খাল খননকালে শ্রমিকরা বেশ কিছু মূর্তি সম্বলিত একটি বড় পাথর দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরটি উদ্ধার করে। পরে সোনার গহনা তৈরির কারিগর দ্বারা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এটি কষ্টিপাথর বলে নিশ্চিত হওয়া গেছে। হিন্দু ধর্মের বিভিন্ন মূর্তি সম্বলিত প্লাটফর্মটি (পাথরটি)। মূর্তিগুলো ভেঙ্গে যাওয়ায় সেগুলো কি মূর্তি তা স্পষ্ট বোঝা সম্ভব হয়নি। ৩২ ইঞ্চি উচ্চতার পাথরটির ওজন প্রায় ৮৭ কেজি। এর মুল্য আনুমানিক কোটি টাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত কষ্টিপাথরটি জেলার বদলগাছী উপজেলায় ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদু ঘরে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget