বিএনপি চেয়ারপার্সন সুস্থ আছেন, ভালো আছেন: নাসিম

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালোদা জিয়া সুস্থ আছেন, ভালো আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চেকআপের পর খালেদা জিয়ার বড় কোনো অসুস্থতা পাওয়া যায়নি। আজ রোববার দুপুরে ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউড মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি ঢাকা মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ নেতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া কারাগারে আছেন এটা খুবই দুঃখজনক। তার অসুস্থ হওয়ার ঘটনায় আমরা সবসময় সমবেদনা দেখিয়েছি। দুদিন আগে ঢাকা সিভিল সার্জেনের নেতৃত্বে তিনজনের একটি টিম তাকে দেখতে গিয়েছেন। তার সঙ্গে দেখা করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চেকআপের পর খালেদা জিয়ার বড় কোনো অসুস্থতা পাওয়া যায়নি।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জেলখানায় সুস্থ আছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সব সময় তার খবর রাখছি। সরকারের পক্ষ্য থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। খালেদা জিয়া সুস্থ আছেন, ভালো আছেন। অযথা মিথ্যা গুজোব ছড়াবেন না। গুজোব ছড়িয়ে কোনো লাভ হবে না।

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট চাওয়া নিয়ে সমালোচনা না করে বিএনপিকে জনগণের কাছে ভোট চাওয়ার পরামর্শ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আমরা ভোট কেন চাইব না? সবারই অধিকার আছে ভোট চাওয়ার। বিএনপিও ভোট চাইতে পারে। আমাদের কোনো সমস্যা নেই। আমরা সারা বছর ভোট চাইতে পারি।

মোহাম্মদ নাসিম বলেন, একটা দলের সারাবছর, সব সময়, সব জায়গায় মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার আছে। আপনারা ভোট চান না কেন? ধানের শীষে ভোট চান। একবার না, হাজার বার ভোট চান।

জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, আজীবন জিল্লুর রহমান বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে গেছেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি মেহনতী মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। স্বাধীনতার স্বপক্ষের রাজনীতিতে জিল্লুর রহমান এক চির স্মরণীয় রাজনীতিবিদের নাম। ত্যাগী রাজনীতিবিদ জিল্লুর রহমান বাঙালির হৃদয়ে চির সমুজ্জ্বল হয়ে থাকবে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget