Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 611 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4805 দেশজুড়ে 42 ধর্ম 3435 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2805 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

  মিডিয়ার সম্ভাবনাময় তারকা জয়পুরহাটের কৃতি সন্তান শফিউল বারী রাসেল দুই মাসের সাংস্কৃতিক সফরে যাচ্ছেন ভারত তাজাকিস্থানসহ ছয়টি দেশে

সংবাদ প্রেরক: শারমিন আশা স্বর্ণা, :বিনোদন রিপোর্ট:
সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন শাখায় বিচরণ করা এ সময়ের উজ্জল সম্ভাবনাময় তারকা শফিউল বারী রাসেল যিনি একাধারে সাংবাদিক, কলাম লেখক, কবি, গীতিকার,  ছড়াকার, সুরকার, নাট্যকার, নাট্য পরিচালক, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী। আগামী অক্টোবরে তিনি দুই মাসের সাংস্কৃতিক সফরে ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সিঙ্গাপুর ও তাজাকিস্থান যাচ্ছেন। এই দেশগুলোতে তিনি কয়েকটি সাহিত্য সম্মেলন, কবি আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীর গান রেকর্ড, কয়েকটি শর্টফিল্মের শ্যুটিং ও একটি মিডিয়া ওয়ার্কশপে যোগ দেবেন। তুলে ধরবেন বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিকে।  বাংলাদেশ বেতার, বিটিভি, গ্রামোফোন, চলচ্চিত্র ও অডিও মিডিয়ার  প্রখ্যাত গীতিকার ও সুরকার শাসসুদ্দিন হীরা ও সামিনা বেগম দম্পত্তির প্রথম সন্তান শফিউল বারী রাসেল। ১৯৭৭ সালের ২৭ অক্টোবর মাতুতালয় নওগাঁ জেলার বদলগাছি উপজেলার খামার আক্কেলপুর গ্রামে জন্ম গ্রহন করেন। পৈত্রিক নিবাস জয়পুরহাট জেলার কালাই উপজেলার সড়াইল গ্রামে।

বাবার লেখা চুরি করে পড়তে পড়তে একসময় লেখার প্রতি একটা ঝোক চলে আসে সাংস্কৃতিক পরিবারে জন্ম নেয়া প্রতিভাবান লেখক শফিউল বারী রাসেলের। অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত সময় থেকে তার লেখালেখিটা শুরু। এরপর আর থেমে থাকেননি একে একে সাহিত্য সাংস্কৃতির নানা শাখায় সদর্পে বিচরন করতে শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার। তার রচিত অনেক গানে দেশের সুনামধন্য শিল্পীরা কন্ঠ দিয়েছেন। খুব শিগ্রই তার কথা ও সুরে আসছে আসিফ আকবর, পূজা, ঝিলিক, আশিক, প্রমিত, শফি মন্ডল, কামরুজ্জামান রাব্বীসহ বেশ কিছু নবীন প্রবিন শিল্পীর গান। সবগুলো গানই একে একে রিলিজ হবে তার মিউজিক কোম্পানী  ভয়েস এন্ড ভিশন মিউজিক থেকে।লিখছেন শর্টফিল্ম ও টেলিনাটকের স্ক্রিপ্টও। তার রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে টেলিনাটক “বাক্স”, ”কবিতার কান্না” টেলিফ্লিম “নাইট কোচ”, শর্টফিল্ম  ”টোকাইও মানুষ” ও ”অন্তরের মানুষ”। এছাড়া তার পরিচালনায় রোকন রাসেল রচিত বাহান্ন পর্বের ধারাবাহিক টেলিনাটক ”জামাই নিবাস”, নিহাজ খান রচিত শর্টফিল্ম  ”ক্রাশ”,  দেবাশীষ দেবু রচিত শর্টফিল্ম ”রং স্টেশন”, শারমিন আশা স্বর্ণা রচিত শর্টফিল্ম  ”প্রেম কড়চা”সহ আরো বেশকিছু শর্টফিল্ম ও নাটকের কাজ চলছে। টেলিভিশনের পাশাপাশি এসব দেখতে পাবেন ভয়েস এন্ড ভিশন এন্টারটেইনমেন্টে।এছাড়া তার লেখা ছড়া, কবিতা, গল্প, ফিচার, উপ-সম্পাদকীয়, গবেষনাধমী প্রবন্ধ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্র-পত্রিকা, সাহিত্য পত্রিকা, লিটল ম্যাগাজিন ও যৌথ গ্রন্থে প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ “উদয়ের চলন্তিকা”, “স্বপ্নীল স্বদেশ”, “সোনালী জলের ঘ্রান ”, “নোনা জলের ঘ্রাণ”, “ ছুঁয়ে যাও এই প্রান্তর ” “ কাঁচা রোদের সকাল”, “জোৎ¯œা প্লাবণ” “অরণ্য”, “ক্ষ” এবং সাম্প্রতিক বিষয় নিয়ে লেখা ছড়াগ্রন্থ ”ছড়া এখন ভীষণ কড়া” অন্যতম। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর গবেষণা গ্রন্থেরও প্রাবন্ধিক। সম্পাদনা করছেন লিটল ম্যাগ ‘শব্দের মিছিল’।

পেশায় তিনি একজন সফল সাংবাদিকও। ১৯৯৫ সালে তিনি তিনি দৈনিক খবর পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় পা রাখেন। বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া ‘চ্যানেল আই’তে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি একজন সফল ব্যাবসায়ীও। বর্তমানে তিনি আলিফ এগ্রো পার্কের চেয়ারম্যান, প্রযোজনা প্রতিষ্ঠান ভয়েস এন্ড ভিশন মিডিয়া এবং কথক ক্রিয়েটিভ জোনের ব্যবস্থাপনা পরিচালক, রিজেন গ্রুপের পরিচালক(পিআর), আইপি টেলিভিশন দর্পন টিভির পরিচালক এবং ভয়েস এন্ড ভিশন মিউজিক, ভয়েস এন্ড ভিশন এন্টারটেইনমেন্ট ও জান্নাত বিডি টিভির কর্ণধার। শত ব্যস্ততার মাঝেও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। জাতীয় কৃষক সংগঠন ”হৃদয়ে মাটি ও মানুষ কৃষক ফোরাম বাংলাদেশের” প্রতিষ্ঠাতা ও সভাপতি, জাতীয় সাংবাদিক সংগঠন ”বাংলাদেশ তৃণমূল সাংবাদিক সোসাইটির” প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, ”বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের” সাংগঠনিক সম্পাদক, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন ”ওয়ার্ল্ড গ্রীন সোসাইটির” মহাসচিব, জাতীয় সাহিত্য সংগঠন ”বাংলাদেশ লেখক কল্যান পরিষদের” আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  এবং ”জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের” সভাপতির  দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লোক সংস্কৃতি গবেষনা পরিষদ জয়পুরহাট এর সফল সংগঠকও। প্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি অর্জন করেছেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি, ঢাকা কর্তৃক হিউম্যান রাইটস গোল্ড এ্যাওয়ার্ড-২০১১, স্বাধীন বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন, ঢাকা কর্তৃক স্বাধীন বাংলা পারসোনালিটি এ্যাওয়ার্ড-২০১১, অভিযাত্রিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, রংপুর কর্তৃক স্বপ্নীল স্বদেশ সম্মাননা-২০১২, প্রজম্ম, রাজশাহী কর্তৃক শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা-১৪২০,  স্বদেশ বাংলা ঢাকা কর্তৃক তরুন লেখক সম্মাননা-২০১৪, ঊনিশ্বর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ঢাকা কর্তৃক সেরা কবি সম্মাননা-২০১৮ ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের মর্যাদা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের মর্যাদা প্রতিষ্ঠা ও নেতৃত্ব উন্নয়ন প্রকল্প’ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে প্রকল্প কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিও) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার দুপুরে নজিপুর পৌরসভার নতুনহাট বণিক সমিতি মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপত্বি করেন নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন। বিএসডিওর প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজের সঞ্চালনায় পতœীতলা উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও তা সমাধানে প্রকল্পে গৃহিত কর্মকা- উপস্থাপন করেন বিএসডিওর কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান। আরও বক্তব্য রাখেন পতœীতলা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামসুর রহমান বুলবুল, প্রমুখ।
দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বিএসডিও জেলার পতœীতলা ও মহাদেবপুর উপজেলার ৪টি ইউনিয়নে কর্মসূচি বাস্তবায়ন করছে। তিন বছর মেয়াদী এ প্রকল্পটি চলতি বছরের ১ জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু হয়েছে।#

রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গোনা ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বিএনপির সকল কর্মকান্ডে গতি ফিরিয়ে আনার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নিদের্শনা মোতাবেক ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক রোকনুজ্জামান খাঁন রুকু, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জাপান, মোসারব হোসেন, সদস্য প্রভাষক একেএম জাকির হোসেন, মোকলেছুর রহমান বাবু প্রমুখ।


নওগাঁয় ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির ২০ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাইওয়া-লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যেগে মাস্টার ক্রাফ্টম্যানশীপ (আপ-স্কিলিং) গত ১৫ জুন থেকে এই কর্মশালায় প্রতি ব্যাচে ২৭ জনকে এই প্রশিক্ষন দেয়া শুরু করেছেন। রাসেল মেটাল ফাউন্ড্রী ইন্ড্রাস্ট্রীজ পার-নওগাঁয় এই প্রশিক্ষনের কার্যক্রম পরিচালিত হয়।
রাসেল মেটাল ফাউন্ড্রী ইন্ড্রাস্ট্রীজ এর স্বত্তাধিকারী মো. আব্দুর রাজ্জাক জানান, নওগাঁ জেলার সকল শিল্প কারখানার কর্মী অথবা মালিক সকলেই এই প্রশিক্ষনে অংশ গ্রহন করতে পারবেন। প্রতিদিন তিন ঘন্টা করে বিশ দিন ট্রেনিং শেষে ভাতাসহ সনদপত্র বিতরন করা হবে এবং এই প্রশিক্ষন প্রদান আগামী দিনেও চলমান থাকবে।

নওগাঁয় জমে উঠেছে চারাগাছের মৌসুমী হাট

প্রতিনিধি নওগাঁ: চলতি বর্ষা মৌসুমকে কেন্দ্র করে নওগাঁর সাপাহার উপজেলায় জমে উঠেছে চারা গাছ কেনা-বেচার মৌসুমী হাট। এখানে বিভিন্ন প্রজাতির চারা গাছ অতি সহজ মুল্যে বিক্রি হচ্ছে। উপজেলার বেশীর ভাগ এলাকা বরেন্দ্র ভুমি হওয়ার কারনে এখানে বর্ষার পানি উঠেনা তাই এলাকায় বাগানে গাছের চারা লাগানো খুবই সহজ সময় এখন। দীর্ঘ দিন ধরে উপজেলা পরিষদরে অদুরে বসছে এই চারা গাছের মৌসুমী হাট এখানে ফলজ,বনজ, ওষুধি ও ফুল গাছের চারা দেদারছে বিক্রি হচ্ছে। এছাড়াও উপজেলার বিভিন্ন হাট বাজারে বিদেশি প্রজাতির আকাশমনি, ইউক্যালিপটার্স, মেহগনি সহ দেশি জাতের আম, জাম, কাঁঠাল, লেবু, পেয়ারা, জলপাই, পেঁপে এবং নিম সহ ওষুধি গাছের চারা বিক্রি হতে দেখা গেছে। উপজেলা সদরের অদুরে অবস্থিত এই বিশাল চারার হাটে প্রায় ৪০/৫০টি চারা গাছের দোকান রয়েছে যেখানে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার চারাগাছ বেচা কেনা হয়। চারা বিক্রেতা রিপন, সালাম ও শরিফুল জানান এবারে উপজেলার এ মৌসুমী চারার হাটে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের ভিড় লক্ষ করা গেছে। প্রতিদিন তারা আম বিক্রি করে এই হাট থেকে আম-রুপালি, গৌরমতি, বারী-৪ ,খিরশাপাত, নাক ফজলি, আর্শিনা ও বারমাসী কাঠিমন জাতের আমের চারা, চায়না থ্রী লিচু ও থাই হাইব্রীড নারিকেল গাছের চারা বেশী ক্রয় করছে। আকাশমনি, ইউক্যালিপটার্স, মেহগনি সহ অন্যান্য বনজ গাছের চারা ২০/২৫ টাকা দরে বিক্রি হলে ও ফলদ গাছের চারা যেমন আম-রুপালি চারা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা কাঠিমন২০০ থেকে ২৫০ টাকা, আর্শিনা-১০০ থেকে ১২০ টাকা, বারী ফোর-৭৫ থেকে ৮০ টাকা করে বিক্রি হতে দেখা গেছে। এ বছর বাজারে আমের দাম খুব ভাল থাকায় কৃষকগণ নতুন নতুন বাগান তৈরীতে ঝুকে পড়েছে। বিগত বছরের তুলনায় এ বছর সব ধরনের গাছের চারার দাম একটু হলেও বেশি। সাপাহার ও তার আশে পাশের নার্সারী মালিকগণ তাদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির চারা গাছ এই হাটে বেচাকেনা করছে। এ ছাড়া রংপুর, দিনাজপুর, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ,বগুড়া ও নওগাঁ জেলা থেকে চারা ব্যবসায়ীরা ট্রাকে করে বিভিন্ন প্রজাতির হাজার হাজার চারা গাছ এনে এ উপজেলার মৌসুমী হাট সহ বিভিন্ন হাট বাজারে রেখে বিক্রি করছে। বাজারে বেশ কয়েকজন চারা ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানায়, সাপাহার অঞ্চলের লোকজন বনজ জাতের চারা গাছ লাগানোর চাইতে ফলজ জাতের চারা গাছ বিশেষ করে আম গাছের চারা রোপনের ব্যপারে খুবই উৎসাহী। সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান জানান, ঠাঁঠা বরেন্দ্র এ উপজেলায় জলবায়ুর কারণে ধানের চাইতে আম চাষে কৃষক বেশী লাভবান হচ্ছে। বিশেষ করে এ উপজেলার উৎপাদিত সুমিষ্ট রসালো ফল আম বর্তমানে দেশের সর্বখানে বিশেষ ভাবে খ্যাতি অর্জন করেছে। আম বাগান তৈরী করে ইতোমধ্যে অনেক কৃষকের ভাগ্যে বদলে গেছে। উপজেলা উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা আতাউর রহমান সেলিম জানান উপজেলার সদরের অদুরে স্থাপিত ওই চারার হাটে বিভিন্ন প্রজাতীর আমের চারার সমাহার দেখে এ উপজেলার লোকজনের পাশাপাশি দুর দুরান্ত থেকে লোকজন এখানে এসে আমের চারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এই উপজেলায় ৫হাজার ৫শ হেক্টোর জমিতে আম বাগান তৈরী হয়েছে। আম এ উপজেলার অর্থনৈতিক উন্নয়নে বেশ ভুমিকা রাখছে। তাই সব মিলিয়ে সাপাহার উপজেলার সর্বস্তরের কৃষকদের মাঝে আম চারা রোপনে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়েছে।

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধার বাড়ীতে ডাকাতির ঘটনায় পুলিশ সুপারের ঘটস্থল পরিদর্শন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার সদর উপজেলাধী নবগ্রাম ইউনিয়নের খাদৈক্ষিরা গ্রামে ডাকতি হওয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী মিয়ার বাড়ি পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। ১৬ জুলাই মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নবগ্রাম ইউনিয়নের খাদৈক্ষিরা গ্রামে একই রাতে পাশাপাশি দুটি বাড়ীতে চুরি ও ডাকাতির ঘটনায় টিপু সুলতান ও তার বড় ভাই মুক্তিযোদ্ধা কাঞ্চন আলি মিয়ার বাড়ি পরিদর্শন করেন। সেই সাথে টিপু সুলতানের ঘর চুরি ও তার বড় ভাই কাঞ্চন আলি মিয়ার ঘরে ডাকাতির সাথে জড়িতদের দ্রুত বের করে মূল রহস্য উদঘাটনের আশ্বাষ দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, ঝালকাঠি সদর থানার ওসি শোনীত কুমার গাইন উপস্থিত ছিলেন।

প্রসংগত, গত ২ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় নবগ্রাম ইউনিয়নের খাদৈক্ষিরা গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী মিয়ার পাকা বসত ঘরের সামনে স্থাপিত ফ্লাক্সিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মূল দরজা ভেঙ্গে ৮ জন লোক অস্ত্র নিয়ে ঘরে ঢুকে। দরজা খুলে ঢোকার পর ডাকাত দল কাঞ্চন আলী মিয়ার হাত পা বেধে তাকে অস্ত্রের মুখে জিম্নী করে সেই সাথে তার প্রতিবন্ধি মেয়ের সামনে অস্ত্র ধরে বার বার হত্যার হুমকি দেয়। কন্যার হত্যা করার ভয় দেখালে প্রতিবন্ধী কন্যাকে বাঁচাতে  ঘরের আলমিরার চাবি দিয়ে দিলে ডাকত দলের সদস্যরা তার ঘরে থাকা নগদ ১ লাখ ২২ হাজার টাকা, সারে ৯ ভরি স্বর্ণ, ১ টি ল্যাপটপ, ২ টা মোবাইলসহ অন্য জিসিনপত্র নিয়ে যায়। এ বিষয় টিপু সুলতান জানান, একই রাতে সংগঠিত চুরি ও ডাকাতির ঘটনা ঝালকাঠি থানায় জানানো হলে পরের দিন সকালে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন ঘটনাস্থান পরিদর্শন করে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন। থানা ওসির পরামর্শ মোতাবেক বড় ভাই কাঞ্চন আলি মিয়াকে নিয়ে ৩ জুলাই বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যাই। তিনি আমাদের একটি অভিযোগ দায়ের করতে বললে আমরা ডাকাতি মামলার অভিযোগ লেখার কথা বললে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে চুরি মামলা করার পরামর্শ দেন। তার পরামর্শ মোতাবেক আমি একটি চুরি মামলা দায়ের করি যাহার নম্বর ০৫/১৬৭।

মামলা দায়েরর পর কিছুদিন অতিক্রম হলে মামলার বিষয় থানা পুলিশের কোন তৎপরতা না দেখায় আমি ও আমার বড় ভাই ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসানের স্বরনাপন্ন হই। তিনি মামলাটির বিষয় ব্যবস্থা গ্রহনের আশ্বাষ দেন। গতকাল ১৫ জুলাই  আমরা দুই ভাই পুনরায় ঝালকাঠি জেলা পুলিশ সুপারের নিকট স্বরনাপন্ন হয়ে তাকে ডাকাতির বিষয় অবগত করলে তিনি আজ ১৬ জুলাই আমাদের বাড়ীতে এসে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহেনের আশ্বাস দেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget