Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 611 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4805 দেশজুড়ে 42 ধর্ম 3435 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2805 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রাজাপুরে মাদক অভিযানে নারী মাদক ব্যাবসায়ী আটক

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠির রাজাপুরে পুলিশের মাদক অভিযানে শিউলি বেগম (২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী শিউলি বেগমের কাছ থেকে ২৫ গ্রাম গাজা উদ্ধার করে।
এ বিষয় রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, রবিবার রাতে উপজেলা সদরের বাদুরতলা মোড় এলাকা থেকে তাকে আটক করা হলে তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত নারীর বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটক শিউলি উপজেলা সদরের সত্যনগর এলাকার মো. শামিম মৃধার স্ত্রী।

নওগাঁর সাপাহারে পুকুররে পানতিে ডুবে শশিুর মৃত্যু

ন‌ওগাঁ প্রতনিধি: নওগাঁর সাপাহারে পুকুররে পানতিে ডুবে দডে় বছর বয়সী আশকি  নামরে এক শশিুর মৃত্যু হয়ছে। রববিার সকাল ১০টার দকিে উপজলোর শ্রীধরবাটি পলাশ ডাঙ্গাগ্রামে এই ঘটনাটি ঘটছে। আশকি ওই গ্রামরে মো: সানাউল্লাহর ছলে। জানা গছে, সকালে বাড়রি সামনে খলো করছলি আশকি। সে সময় পরবিাররে সদস্যরা বাড়রি কাজ করছলিনে। এমতাবস্থায় কোন এক সময় আশকি সবার অজান্তে বাড়ীর সাথইে লাগানো পুকুররে পানতিে পড়ে ডুবে যায়। সকাল সাড়ে নয়টার দকিে বাড়ীর লোকজন খোঁজাখুঁজি করে শশিুকে না পয়েে পুকুররে পানতিে জাল নামান। এক সময় জালে ডুবন্ত শশিুটি উঠে আসে ।
উপজলোর গোয়ালা ইউপি চয়োরম্যান মোখলছেুর রহমান মুকুল জানান, পানতিে ডুবে শশিুর মৃত্যু হয়ছেে বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে ।
সাপাহার থানার অফসিার ইনর্চাজ (ওসি) আব্দুল-হাই নউিটন ঘটনার সত্যতা নশ্চিতি করে বলনে, এ বষিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়রে হয়ছে।

নওগাঁর পত্নীতলা থানা ও নজিপুর পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কর্মীসভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা থানা ও নজিপুর পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান হাফিজ। শুক্রবার বিকেলে স্থানীয় কমিউনিটি সেন্টারে পতœীতলা থানা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ ও যুগ্ম আহবায়ক এ্যাডঃ এ,জেড এম রফিকুল আলম বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্নেল অবঃ আব্দুল লতিফ খান, কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সামসুজ্জোহা খান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু, ডাঃ ইকরামুল বারী টিপু ও আমিনুল হক বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, সদস্য আমিনুর রহমান বিন্টু, দেওয়ান মোফাখখারুল ইসলাম তারা, আবু রুশদ চৌধূরী, জহুরুল ইসলাম বাগী, জহুরুল ইসলাম স্বপন, মোস্তাফিজুর রহমান, মোজাম্মেল শাহ চৌধূরী, শেখ আব্দুস শুকুর, প্রভাষক আব্দুল আওয়াল, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম সম্পাদক জেড এইচ খান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম হোসেন ও সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারন সম্পাদক মামুন বিন দোহাসহ জেলা ও থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি পত্নীতলা থানা ও নজিপুর পৌর বিএনপির কমিটি ভেঙ্গে দেন এবং থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নামের প্রস্তাব লিখিত ভাবে নেন। যাচাই বাছাই অন্তে আহবায়ক কমিটি ঘোষনা করবেন বলে জেলা বিএনপির দলীয় সুত্রে জানা গেছে।

নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতনিধি: নওগাঁর আত্রাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোনাক্কা (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মোনাক্কা উপজেলার পাঁচুপুর উজানপাড়া গ্রামের কাজিমদ্দিনের ছেলে। এব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকাল ৭টার দিকে মোনাক্কা নামে এক মাদক ব্যবসায়ী তার নিজ বাড়িতে মাদকসহ অবস্থান করছে এমন সংবাদের ভিতিত্তে এসআই সালাউদ্দিন আল-মামুন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাঁচুপুর উজানপাড়া এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁয় ৪৪ পাখিসহ শিকারি আটক

 নওগাঁয় প্রতিনিধী: নওগাঁয় ৪৪টি দেশীয় পাখিসহ পেশাদার পাখি বিক্রেতা বেলাল উদ্দিন খলিফাকে (৪৪) নামে একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার বিকেলে নওগাঁ সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়। পাখি বিক্রেতা বেলাল নওগাঁ শহরের খাস নওগাঁ মহল্লার মিয়ার আলী খলিফার ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বাংলানিউজকে বলেন, দুপুরে বিবিসিএফ টিম এবং রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিট যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে উপজেলা পরিষদে এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আর পাখি শিকার বা বিক্রির সঙ্গে জড়িত হবে মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।এসময় একটি ভুবন চিলের বাচ্চা উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্থান্তর করা হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নান্দাইবাড়ি বেরিবাঁধ ভাঙ্গন আতঙ্কে নওগাঁর রাণীনগর-আত্রাইবাসী

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। গত ২০১৭ সালে বেরিভাঁধ ভেঙ্গে বন্যার পানিতে প্লাবিত হয়েছিলো জেলার রাণীনগর ও আত্রাই উপজেলা। চলতি বর্ষা মৌসুমে হু হু করে বাড়তে শুরু করেছে ছোট যমুনা নদীর পানি। বর্তমানে এই বাঁধটি দুই উপজেলার মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর দুই ধারের মানুষদের নির্ঘুম রাত কাটাতে হয় কারণ কখন কোথায় বেরিবাঁধ ভাঙ্গবে তা কে জানে না। নদীর পানি আটকানোর জন্য আশির দশকে নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম, নান্দাইবাড়ী, কৃষ্ণপুর ও আত্রাই উপজেলার ফুলবাড়ি এলাকায় স্থানীয় সরকারের সহায়তায় স্থানীয়রা তৈরি করেন বেরিবাঁধ। এরপর থেকে সরকারের কোন দপ্তর এই বেরিবাঁধের কোন সংস্কার করেনি। কয়েক বছর আগে স্থানীয়রা বাঁশ ও বালির বস্তা দিয়ে কোনমতে রক্ষা করে আসছে এই বাঁধটি। কিন্তু বর্তমানে এই বাঁধের অবস্থা খুবই আশঙ্কাজনক। নদীতে পানির প্রবাহ তেমন বৃদ্ধির আগেই ভাঙ্গতে শুরু করেছে মাটির বড় বড় চাপ।

নান্দাইবাড়ি বেরিবাঁধ ভাঙ্গন আতঙ্কে নওগাঁর রাণীনগর-আত্রাইবাসী
 ভাঙ্গনের ফলে বাঁধের উপর দিয়ে পায়ে হেটে যাওয়ার মতো কোন রাস্তা নেই। যে কোন সময় এই বাঁধ ভেঙ্গে প্লাবিত হতে পারে রাণীনগর ও আত্রাই উপজেলার কয়েকশত গ্রাম আর শত শত বিঘা জমির ফসল। তবুও কোন দপ্তরের নজর নেই বাঁধের দিকে। নান্দাইবাড়ি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন, গফুর মিয়াসহ অনেকেই অভিযোগ করে বলেন বর্ষার সময় আমাদের নির্ঘুম রাত কাটে এই বেরিবাঁধটির জন্য। কারণ প্রায় ৩০বছর পার হলেও কোন দপ্তরই এই বাঁধটির বিন্দুমাত্র সংস্কার কাজ করেনি। এমনকি কেউ কোন খবরও নেননি এই বাঁধের বিষয়ে। বাঁধটি যে কোন মুহুর্তে ভেঙ্গে যেতে পারে। এখনই ভয়াবহ আকার ধারন করেছে। আর বাঁধ ভেঙ্গে গেলে সবার বাড়ি ভেসে যাবে। ভেসে যাবে হাজার হাজার মানুষের ক্ষেত, পুকুরসহ সবকিছুই। তাই সকলের উপকারের স্বার্থে দ্রুত বাঁধ সংস্কার করা প্রয়োজন। তবুও যদি ভাঙ্গনের কবল থেকে একটু রক্ষা পাই আমরা। উপজেলার ৩নং গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল হাসনাত খাঁন হাসান বলেন সবচেয়ে দু:খের বিষয় এই বাঁধটি কোন দপ্তরের আওতায় তাই এখনও জানতে পারিনি। এই বাঁধ নাকি কোন দপ্তরেরই নয়। তাই আমি সংস্কার কাজের আবেদন দেবো কোন দপ্তরে। যোগাযোগ করবো কোন দপ্তরের সঙ্গে। দপ্তরে দপ্তরে ঘুরে ক্ষয় করেছি কয়েক জোড়া জুতা কিন্তু কোন লাভ হয়নি। তাহলে সংস্কার করবে কে? আমাদের পরিষদেও তেমন কোন বরাদ্দ আর আসে না যে সেখান থেকে কিছু দিয়ে কিছুটা সংস্কার করবো। সরকারের উর্দ্ধতন মহল পর্যন্ত গিয়েছি কিন্তু এই বাঁধের কোন মালিক না থাকায় কোন ফল করতে পারিনি। শুধুমাত্র যখন বাঁধ ভেঙ্গে যায় তখন বড় বড় কর্মকর্তারা এসে বড় বড় আশ্বাস দিয়ে যায় কিন্তু পরবর্তিতে কোন বাস্তবায়ন হয় না তাদের দেওয়া সেই আশ্বাসগুলোর। দীর্ঘদিন কোন সংস্কার না করায় বাঁধটি এখন মরনফাঁদে পরিণত হয়েছে। তাই বাঁধটি আজও ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে। কখন যে ভেঙ্গে যাবে তার কোন নিশ্চয়তা নেই। উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল বলেন বাঁধটি এখন খুবই ঝুঁকিপূর্ন কিন্তু বাঁধটি কোন দপ্তরের তা কেউ স্বীকার করছে না। আর এই বাঁধটি সংস্কার করার জন্য অনেক টাকা বরাদ্দ প্রয়োজন যা আমার পরিষদের একার পক্ষে সরবরাহ করা অসম্ভব। তবে সব দপ্তর মিলে যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে এই কাজটি করা সম্ভব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো বাঁধটি ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সংধাংশ কুমার বলেন বাঁধটি আমরা নির্মাণ করিনি। তাই স্বাভাবিক ভাবেই বাঁধটি আমাদের আওতায় পড়ে না। তবুও আমি বাঁধটি পরিদর্শন করার জন্য জনবল পাঠিয়েছি। পরির্দশনের প্রতিবেদন পেলে পরবর্তি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget