যেখানে একবিন্দুতে সাকিবের সঙ্গী সোফি ডিভাইন
অনলাইন ডেস্ক : সাকিব আল হাসান – বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়৷ বর্তমানে তিন ফরম্যাটেই যিনি আছেন সেরা তিন অলরাউন্ডারের র্যাংকিংয়ে।
সর্বকালের সেরা টি-২০ অলরাউন্ডারের তালিকায় আছেন তিনে ! আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৯৯ ম্যাচ খেলা সাকিব এই ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারীও বটে।এতদিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের একটি রেকর্ড একাই দখলে রেখেছিলেন বাংলার ক্রিকেটের নবাব। গতকাল তার সেই রেকর্ডে ভাগ বসিয়েছে এক নারী ক্রিকেটার!
সোফি ডিভাইন – নিউ জিল্যান্ড নারী দলের অধিনায়ক। নারী ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। জাতীয় হকি দল থেকে ক্রিকেটে আসা ডিভাইনের একজন পুরোদস্তুরবোলার থেকে শীর্ষ অলরাউন্ডার হয়ে ওঠার গল্পটা দারুণ। সেই ডিভাইন এখন টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার এবং সর্বকালের সেরা তালিকায় আছেন দুইয়ে।
গতকাল কমনওয়েলথ গেমস ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৮ রান ও ৩ উইকেট নিয়ে হোয়াইট ফার্নসদের কাপ্তান অনন্য এক রেকর্ডে হয়েছেন সাকিবের সঙ্গী! আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রান এবং ১০০ উইকেট নেয়া দুই ক্রিকেটার এখন সাকিব আল হাসান এবং সোফি ডিভাইন।
১৫০০ রান এবং ১০০ উইকেটের ক্লাবেও আছেন শুধুমাত্র এ দুজন। এসব রেকর্ডের অধিকারী দুজন সাকিব ৯৯ ও ডিভাইন ১০৩ ম্যাচ খেলেছেন।তবে ২৫০০ রান এবং ১০০ উইকেটের ক্লাবে একমাত্র ক্রিকেটার সোফি ফ্রাঞ্চেস মোনিকা ডিভাইন! আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০+ রান এবং ১০০+ উইকেটঃ২৬৪০ রান, ৩০ এভারেজ ও ১২৪ স্ট্রাইক রেট
১০১ উইকেট, ১৮ এভারেজ ও ৬.৪ ইকোনমি সাকিব আল হাসান
২০১০ রান, ২৩ এভারেজ ও ১২১ স্ট্রাইক রেট১২১ উইকেট, ২০ এভারেজ ও ৬.৭ ইকোনমি


%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A7%A7%E0%A7%A6%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%89%E0%A6%A6%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%20(2).jpg)
%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A7%A7%E0%A7%A6%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%89%E0%A6%A6%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%20(3).jpg)
%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A7%A7%E0%A7%A6%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%89%E0%A6%A6%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%20(4).jpg)
%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A7%A7%E0%A7%A6%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%89%E0%A6%A6%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%20(1).jpg)






